,

হবিগঞ্জে অনির্দিষ্টকালের বাস ধর্মঘটের ডাক

হবিগঞ্জ প্রতিনিধি ॥ অনির্দিষ্টকালের বাস ধর্মঘটের ডাক দিয়েছে হবিগঞ্জ মটর মালিক গ্রুপ। এতে ভোগান্তিতে পড়তে হবে ওই জেলা থেকে দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করা যাত্রীরা। সিএনজি চালিত অটোরিশার শ্রমিকরা রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে গ্যাস নেওয়ার প্রতিবাদে গতকাল শুক্রবার রাত ১০টার দিকে হবিগঞ্জ মটর মালিক গ্রুপ এ ধর্মঘটের সিদ্ধান্ত নেয়। সংগঠনটির সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায় বলেন, হবিগঞ্জ শহরের পোদ্দারবাড়ি এলাকায় অবস্থিত এম হাই অ্যান্ড কোং ফিলিং স্টেশনে রাস্তা ব্যারিকেড দিয়ে প্রতিদিন শতশত সিএনজি অটোরিশা গ্যাস নেয়। এতে বাস চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। ‘বিষয়টি আরটিসি’র মিটিংয়ে উত্থাপন করা হলে সিএনজি অটোরিশা যাতে এ ধরণের ব্যারিকডে সৃষ্টি করতে না পারে সেজন্য সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু সেই সিদ্ধান্ত না মেনে সিএনজি অটোরিশা অবাধে ব্যারিকেড সৃষ্টি করে গ্যাস নেওয়া অব্যাহত রাখে।’ তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে গ্যাস নেওয়া বন্ধ না হবে, ততক্ষণ পর্যন্ত হবিগঞ্জ থেকে সব জায়গায় বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে হবিগঞ্জ মটর মালিক গ্রুপ।


     এই বিভাগের আরো খবর