,

বৃটনে সিলেটি নাজমার চমক

 

নিজস্ব প্রতিবেদক ॥ সিলেটের কাউন্সিলরপতœী নাজমা রহমান স্বামীর মতো তিনিও বৃটেনে কাউন্সিলর নির্বাচিত হয়ে চমক দেখালেন। তাকে ঘিরে উচ্ছ্বাস দেখা দিয়েছে বাঙালি কমিউনিটিতে। সিলেট থেকে বৃটেনেও ছুটে গেছেন সিলেট সিটি করপোরেশনের সিনিয়র কাউন্সিলর আজাদুর রহমান আজাদ। গত বৃহস্পতিবার রাতে ফলাফল ঘোষণার পর ওখানকার এমপি টিউলিপ সিদ্দিকীও তাকে স্বশরীরে উপস্থিত হয়ে অভিনন্দন জানিয়েছেন। কাউন্সিলর আজাদপত্মীর এই চমকে সিলেটেও চলছে আনন্দ উচ্ছ্বাস। পেশায় পুষ্টিবিদ নাজমা রহমান। বসবাস করেন বৃটেনের ওয়েস্ট হ্যাম্পস্টেড এলাকায়। পুষ্টিবিদ নাজমা রহমান এবার কেমডেন কাউন্সিলে স্থানীয় নির্বাচনে অংশ নিয়েছিলেন। কাউন্সিলর পদে তিনি ১ হাজার ৩৯০টি ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। নাজমা রহমানের স্বামী সিলেট সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তিনি একাধিক বার সিলেটের ওই ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হন। কাউন্সিলরের পাশাপাশি তিনি মহানগর আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক। সিলেটের পরিচিত মুখ কাউন্সিলর আজাদ। তার স্ত্রী বসবাস করেন বৃটেন। সন্তানরাও ওখানকার বাসিন্দা। আর নিজ শহর সিলেটে বসবাস করেন কাউন্সিলর। বৃটেনের কেমডেন কাউন্সিল স্থানীয় নির্বাচনে ওয়েস্ট হ্যাম্পস্টেড এলাকা থেকে কাউন্সিলর পড়ে প্রার্থী হন নাজমা রহমান। তিনি লেবার পার্টি থেকে প্রতিদ্বন্দ্বিতা নামে। স্থানীয় সূত্র জানিয়েছে- নাজমা রহমান দীর্ঘদিন থেকে বৃটেনের লেবার পার্টির রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছেন। তার সঙ্গে একই এলাকা থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন একই দলের প্রার্থী ভারতীয় বংশোদ্ভূত শিবা তিওয়ারি ও ইরানী বংশোদ্ভূত পিটার তাহিরি। নির্বাচিত তিনজনের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়েছেন নাজমা রহমান। বিজয়ের পর নাজমা রহমানকে অভিনন্দন জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনী টিউলিপ সিদ্দিক এমপি।


     এই বিভাগের আরো খবর