,

চুনারুঘাটে মামুন হত্যা মামলার এজাহারভূক্ত আসামী গ্রেফতার

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের কেউন্দা গ্রামের মীর নূর আহাম্মদ (সিরাজ মিয়া) এর ছেলে মামুন মিয়া (১৬) কে হত্যার ঘটনায় এজাহারভূক্ত আসামী কেউন্দা গ্রামের আমজাদ উল্লা ওরফে টকা মিয়ার পুত্র মনসুর মিয়া (৩০) কে গ্রেফতার করেছে চুনারুঘাট থানা পুলিশ। জানা যায়, শনিবার সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার এ.এস.আই সামছুদ্দিন ও এ.এস.আই আউলাদ মিয়ার নেতৃত্বে একদল পুলিশ চুনারুঘাট উপজেলার শ্রীকুটা বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মামুন হত্যা মামলার এজাহারনামীয় আসামী মনসুর মিয়া (৩০) কে গ্রেফতার করে চুনারুঘাট থানায় নিয়ে আসে পুলিশ। পুলিশ জানায়, মনসুর মিয়া মামুন হত্যা মামলার এজাহারভূক্ত পলাতক ওয়ারেন্টের আসামী। সে এতদিন পুলিশের চোখে ফাঁকি দিয়ে আত্মগোপন করে পালিয়ে বেড়াচ্ছিল। উল্লেখ্য যে, গত বছরের ২৪ জুলাই সোমবার সকাল অনুমান ৮টার সময় কেউন্দা গ্রামের মৃত আঃ খালেকের পুত্র ছুরুক মিয়ার পুকুর পাড় থেকে কিশোর মামুন মিয়ার লাশ উদ্ধার করে থানা পুলিশ। এ ব্যাপারে মামুন মিয়ার পিতা নূর আহম্মদ (সিরাজ মিয়া) ২৪ জুলাই রাতে ১৬ জনকে আসামী করে চুনারুঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। থানার জি.আর মামলা নং- ৩৭। পুলিশ আরও জানায়, জি.আর ৫৫/১৭, সি.আর ৩৫৪/১৭, সি.আর ৭৭৩/১৭ মামলায় মনসুর মিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী ছিল। এ ব্যাপারে চুনারুঘাট থানার ওসি কে.এম আজমিরুজ্জামান আসামী মনসুর মিয়াকে গ্রেফতারের বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন। উক্ত মামলাটি ডি.বি হবিগঞ্জ এর এস.আই ইকবাল বাহার তদন্ত করছেন। পরে দুপুরের দিকে আসামী মনসুর মিয়াকে হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর