,

জগন্নাথপুরে আইন শৃংখলা বিষয়ক সচেতনতা মূলক সভা

নিজস্ব প্রতিনিধি ॥ জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের উদ্দ্যোগে প্রাকৃতিক দুর্যোগ, আইন শৃংখলা, সন্ত্রাস, নাশকতা ও বাল্যবিবাহ নিরোধ বিষয়ক সচেতনতা মূলক সভা পরিষদের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ২টায় রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহীদুল ইসলাম রানার সভাপতিত্বে ও ইউনিয়ন পরিষদ সচিব আব্দুল গফুরের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রাহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম বিল্লাহ, জগন্নাথপুর থানার (তদন্ত) ওসি মোঃ আশরাফুল ইসলাম। সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার সামাজিক শান্তি শৃংখলা রার মাধ্যমে সকল প্রকার অপরাধ মুক্ত একটি মধ্যম আয়ের দেশ গড়তে সর্বাত্মক কাজ করছে। সরকারের এই উন্নয়ন জনসাধারণ ভোগ করতে যেন কোন প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় সে দিকে সকলকে নজর রাখতে হবে। বক্তরা সকল শ্রেণি পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে সচেতন সুন্দর একটি দেশ গড়তে শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় রাখতে আবারও নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানান। সভায় অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হাজী মোঃ সুন্দর আলী, ইউপি সদস্য মো.আব্দুর জলিল, রানীগঞ্জ বাজারের ব্যবসায়ী মন্তুস দাশ মলয় প্রমুখ।


     এই বিভাগের আরো খবর