,

‘নবীগঞ্জে ইউপি সদস্যের বিরুদ্ধে সরকারি গাছ কর্তনের অভিযোগ’ প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ০৯ মে হবিগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক বিজয়ের প্রতিধ্বনি, নবীগঞ্জ থেকে প্রকাশিত হবিগঞ্জ সময় পত্রিকায় নবীগঞ্জে ইউপি সদস্যের সরকারি গাছ কাটার অভিযোগ শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। উক্ত সংবাদে প্রকৃত ঘটনাকে আড়াল করে কতিপয় কুচক্রি মহলের ইন্ধনে হীন উদ্দেশ্যে সংবাদকর্মীদের ভূল তথ্য দিয়ে মিথ্যা সংবাদ পরিবেশন করা হয়েছে। প্রকৃত ঘটনা হল, গত মঙ্গলবার ০৮ মে কাল বৈশাখী ঝড়ে বাংলাবাজার-গোপলাবাজার সড়কের ৭টি গাছ ভেঙ্গে পড়ে। তার মধ্যে ৩টি গাছ রাস্তার মধ্যেখানে পড়ে থাকলে বাংলাবাজার-গোপলাবাজার সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিষয়টি আমি স্থানীয় ইউপি চেয়ারম্যান আলী আহমদ মূছা’র সাথে আলাপ করি। তিনি মোবাইল ফোনে উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ বিন হাসানের সাথে যোগাযোগ করে যান চলাচলের স্বার্থে গাছ কাটার অনুমতি নিয়ে মোবাইল ফোনে আমাকে গাছগুলো কেটে রাস্তার পাশে স্তুপ করে রাখার নির্দেশ দেন। আমি রাস্তার উপর থাকা ৩টি গাছ লোকজন দিয়ে কর্তন করে রাস্তার পাশে স্তুপ করে রাখলে ১টি গাছের ডাল-পালা মোতাজিলপুর গ্রামের মৃত আমজদ উল্লার পুত্র আকবর উল্লা ও পুত্রগণ চুরি করে তাদের বাড়িতে নিয়ে যায়। অপর ১টি গাছের স্তুপ থেকে একই গ্রামের আনসার উল্লার পত্র জিয়াউর ডালপালা চুরি করিয়া নিয়ে যায়। স্তুপকৃত গাছের ডাল-পালা নির্দিষ্ট স্থানে না দেখে খোঁজাখুজি করলে ডাল-পালাগুলো চুরি হওয়ার ঘটনা জানাজানি হলে তাদের সহযোগী মোতাজিলপুর গ্রামের মৌলদ হোসেনের পুত্র সাজিদ মিয়া জিআর ৩৪৭/১৭ ইং মামলার আসামী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছেড়ে দিয়ে উল্টো আমি ইউপি সদস্য আব্দুল মন্নাফকে গাছ কেটে নেওয়ার অভিযোগ তোলে। তার অপর সহযোগী একই গ্রামের মৃত ইয়াসিন উল্লার পুত্র আব্দুল রউফ বিভিন্ন দাঙ্গা-হাঙ্গামা মামলার আসামী আমার বিরুদ্ধে মিথ্যা অজুহাতে মানহানিকর বক্তব্য প্রদান করে পত্রিকায় সংবাদ প্রকাশ করে। তাই আমি সঙ্গত কারণে মিথ্যা সংবাদ ও বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। সেই সাথে উক্ত মিথ্যা সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানাই।
প্রতিবাদকারী
আব্দুল মন্নাফ ইউপি সদস্য
০৭নং ওয়ার্ড, ৬নং কুর্শি ইউপি নবীগঞ্জ


     এই বিভাগের আরো খবর