,

পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পরিভ্রমণে হবিগঞ্জের ৩ রোভার স্কাউট

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ মুক্ত রোভার স্কাউট গ্রুপের ৩ জন রোভার স্কাউট প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনের লক্ষে পরিভ্রমণ ব্যাজ অর্জনের জন্যে অদ্য ১২ মে শনিবার পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার
পরিভ্রমণে যাত্রা করেছে। পরিভ্রমণে অংশগ্রহণকারী রোভার স্কাউটরা জেলা প্রশাসক, হবিগঞ্জের কার্যালয় হইতে সিলেটের বিয়ানীবাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। সকাল ১০ টায় হবিগঞ্জের জেলা প্রশাসক ও বাংলাদেশ স্কাউটস হবিগঞ্জ জেলা রোভার এর সভাপতি স্কাউটার মাহমুদুল করীব মুরাদ, উডব্যাজার পরিভ্রমণে অংশগ্রহণকারী রোভার স্কাউটদের সাফল্য কামনা করে বিদায় জানান। এ সময় অন্যান্যের মধ্যে উপ¯ি’ত ছিলেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফজলুল জাহিদ পাভেল, বাংলাদেশ স্কাউটস হবিগঞ্জ জেলা রোভারের কমিশনার মো. ইলিয়াছ বখত চৌধুরী জালাল, সম্পাদক এডভোকেট মোহাম্মদ আবদুল কাইয়ুম, জেলা রোভার স্কাউট লিডার ফখরুল ইসলাম চৌধুরী, হবিগঞ্জ মুক্ত রোভার স্কাউট গ্রুপের সহ সভাপতি এম এ কাইয়ুম চৌধুরী শাহীন, স্কাউট লিডার আবু সাঈদ কাসেম উডব্যাজার ও রোভার জাহাঙ্গীর আলম। পরিভ্রমণে অংশগ্রহণকারী রোভার স্কাউটরা হলো দলনেতা রোভার শেখ আল আমিন, পি.এস, রোভার শফিউল আলম তপু ও রোভার রওশন মিয়া। পরিভ্রমণে অংশগ্রহণকারী রোভার স্কাউটরা জেলা প্রশাসক, হবিগঞ্জের কার্যালয় হইতে যাত্রা শুরু করে শায়েস্তাগঞ্জ, মীরপুর, শ্রীমঙ্গল, কমলগঞ্জ, বড়লেখা, কুলাউড়া, জুড়ী ও বিয়ানীবাজার পর্যন্ত আগামী ১৬ মে ২০১৮ খ্রী. পর্যন্ত ৫ দিনে পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পরিভ্রমণ করবে। পরিভ্রমণকালীন সময়ে রোভার স্কাউটরা স্কুল কলেজের শিক্ষার্থী ও জনসাধারণের মধ্যে সচেতনতা তৈরীর লক্ষে নিরাপদ সড়ক চাই, জীবনকে ভালবাসুন, মাদক থেকে দুরে থাকুন এবং দুর্নীতি মুক্ত দেশ চাই এই শ্লোগানগুলো বহন করবে।


     এই বিভাগের আরো খবর