,

দীর্ঘদিন প্রাণভয়ে বাড়ি ছেড়ে অন্যত্র ছিলেন পিতা, নবীগঞ্জে ১ম স্ত্রী ও পুত্রদের হামলায় ২য় স্ত্রী পুত্রসহ এক ব্যক্তি আহত

শাহ সুলতান আহমেদ ॥ নবীগঞ্জে ১ম স্ত্রী ও পুত্রের নির্যাতনে বাড়ি ছেড়ে অন্যত্র পালিয়ে থাকার পর সালিশের মধ্যস্থতায় বাড়ি ফিরলেও আবারো ১ম স্ত্রী ও পুত্রের হামলায় আহত হয়েছেন পিতা আব্দুর রশিদ তার ২য় স্ত্রী ও পুত্র। হামলায় আহত পিতা আব্দুল রশিদ তার স্ত্রী পুত্রকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। সুত্রে প্রকাশ, ওই উপজেলার গজনাইপুর ইউনিয়নের কান্দিগাঁও গ্রামের মৃত খতিব উল্লাহর পুত্র আব্দুর রশিদ এর পুত্র মোঃ কবির ও হোসাইন তারা নেশার জগতে মগ্ন থাকায় সম্প্রতি সময়ে হোসাইনকে পুলিশ ইয়াবাসহ গ্রেফতার করে। সে দীর্ঘদিন কারাভোগের পর বেড়িয়ে আসলে পিতা আব্দুর রশিদ তাকে ভালো হবার উপদেশ দেন। কিন্তু পুত্রগন তাতে আমলে নেয়নি বরং তারা উত্তেজিত হয়ে পিতাকে নির্যাত করতে থাকে। এতে তিনি প্রাণ ভয়ে বাড়ি ছেড়ে অন্যত্র অবস্থান করেন। তার অন্যত্র বসবাস করার বিষয় এলাকার গন্যমান্য লোকজন সালিশের মাধ্যমে নিস্পত্তি করে দেন। এতে তিনি গত সোমবার দুপরে বাড়ি যান। কিন্তু মনের কোন পরিবর্তন হয়নি পুত্র তার প্রথম স্ত্রীর। তারা ঐক্যবদ্ধ হয়ে তাকে হামলা করার চেষ্টা করে। এতে তিনি বাড়িতে ঠিকে থাকতে পারেননি। গতকাল মঙ্গলবার দুপুরে তিনি তার দ্বিতীয় স্ত্রী খুদেজা, পুত্র রাহাতকে বাড়িতে নিয়ে গেলে পুর্ব থেকে ওৎ পেতে থাকা তার প্রথম স্ত্রী নেহার বেগম, পুত্র হোসাইন, কবির ও কাওছার মিলে তাদেরকে অতর্কিত হামলা করে আহত করে। আশপাশের লোকজন তাদের উদ্ধার করে নবীগঞ্জ উপরেজলা স্বাস্থ্য কমপ্লেক্স্্ের নিয়ে ভর্তি করেন। হামলায় আহত আব্দুর রশিদ প্রতিনিধিকে জানান, তার প্রথম স্ত্রী ও পুত্রগন মিলে তাদের হামলা করে আহত করেছেন তিনি তাদের বিরুদ্ধে আইনের আশ্রয় নিবেন।


     এই বিভাগের আরো খবর