,

এক্সভেটরের মাধ্যমে খনন কাজ পরিচলনা করেছে হবিগঞ্জ পৌরসভা

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ শহরের দক্ষিণ অঞ্চলের পানি নিস্কাশনের অন্যতম মাধ্যম নিউফিল্ড সংলগ্ন বড় ড্রেনে এক্সভেটরের মাধ্যমে খনন কাজ পরিচলনা করেছে হবিগঞ্জ পৌরসভা। গতকাল মঙ্গলবার সকালে
নিউফিল্ড-এর পশ্চিমে অবস্থিত পানি নিস্কাশনের কাচা ড্রেনটি এক্সকেভেটরের মাধ্যমে খনন করার সময় সরেজমিন পরিদর্শন করেন মেয়র আলহাজ্ব জি.কে গউছ। উল্লেখ্য এই ড্রেন হয়েই হবিগঞ্জ শহরের সার্কিট হাউজ, জেলা পরিষদের সম্মুখ, পানি উন্নয়ন বোর্ড অফিস, ঘোষপাড়াসহ একটি উল্লেখযোগ্য অংশের পানি নিস্কাশিত হয়। এলাকা পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন কাউন্সিলর মোঃ আলমগীর। এর পূর্বে রবিবার ও সোমবার মেয়র এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতে কালীগাছতলা-শ্বাশানঘাট বাইপাস রোড সংলগ্ন পানি নিস্কাশনের খাল এক্সকেভেটরের মাধ্যমে উন্মুক্তকরনের জন্য অভিযান পরিচালনা করেন। মেয়র আলহাজ্ব জি.কে গউছ বলেন পানি নিস্কাশনের অন্তরায় অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ড্রেন উন্মুক্তকরনে পৌরসভা সাধারন জনগনের সমর্থন ও সহযোগিতা কামনা করে।


     এই বিভাগের আরো খবর