,

দীর্ঘদিনের প্রেমের সম্পর্ককে বিচ্ছিন্ন করায় শ্রীমঙ্গলের প্রেমিকার মামলায় নবীগঞ্জের প্রেমিক গ্রেফতার

মতিউর রহমান মুন্না ॥ নবীগঞ্জে প্রেমিকার দায়ের করা নারী ও শিশু নির্যাতন আইনের মামলায় রাহুল দাশ (২৫) নামের এক কলেজ ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত ১১ টার দিকে নবীগঞ্জ পৌর এলাকার গয়াহরি গ্রামস্থ নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। সূত্রে জানা গেছে, গয়াহরি গ্রামের রাদিকা রঞ্জন দাশের পুত্র রাহুল দাশ সিলেটে এক হোস্টেলে থেকে এম সি কলেজে পড়াশুনা করে। সেই সুবাধে পরিচয় হয় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার জনৈকা পুজা তমা নামের এক যুবতীর সাথে। পুজা তমাও এমসি কলেজের অধ্যয়নরত ছাত্রী। সেই থেকে চলে প্রেম নিবেদন। এক পর্যায়ে তাদের প্রেম অনেক গভীরে চলে যায়। একে অন্যের বাড়ীতে আসা যাওয়া হয়। সম্প্রতি তাদের মধ্যে দেখা দেয় মনমালিন্য। এক পর্যায়ে মেয়েটি অভিযোগ তুলে- সম্প্রতি তাদের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ককে বিচ্ছিন্ন করার চেষ্টা করে তাকে এড়িয়ে চলছে প্রেমিক রাহুল। আর এতেই বাদ সাজে। এক পর্যায়ে রাহুল আত্মগোপনে বাড়ীতে চলে আসে, কিš’ পিছু ছাড়েনি নাছোড় বান্দা প্রেমিকা পূজা। গত কিছু দিন পূর্বে পূজা চলে আসে প্রেমিক রাহুল দাশের বাড়ীতে। স্থানীয় কাউন্সিলরসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত হলে সে জানায় তাদের দীর্ঘ প্রেমের কাহিনীর বর্ণনা। এসময় রাহুল দাশ বাড়ীতে না থাকায় কোন সমাধান হয়নি। স্থানীয় কাউন্সিলর বিষয়টি দেখে দেবেন বলে সময় নেন। পরে পুজা চলে যায় তার বাড়ীতে। এদিকে, চলতি মাসের ৩ তারিখ সিলেট কোতোয়ালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে প্রেমিক রাহুল দাশের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে প্রেমিকা পূজা। মামলা নং- ৭। এ মামলায় নবীগঞ্জ থানা পুলিশের সহযোগীতায় কোতোয়ালী থানার একদল পুলিশ গতকাল রাত ১১ টার দিকে রাহুলকে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করে। অপর একটি সূত্র জানিয়েছে, আলোচিত এই পূজা ২০১৬ সালে মিস ওয়ার্ড বাংলাদেশ নামের এক প্রতিযোগীতায় অংশগ্রহন করেছিল।


     এই বিভাগের আরো খবর