,

নবীগঞ্জে লন্ডন প্রবাসীর স্ত্রী ও মা হত্যান্ডের ঘটনায় গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার সাদুল্লাপুর গ্রামে লন্ডন প্রবাসী আখলাক চৌধুরী ওরপে গোলজার এর স্ত্রী রুমি বেগম ও তার মা মালা বেগম হত্যাকান্ড সংঘঠিত হওয়ার পর পুলিশের হাতে আটককৃতদের মধ্যে ২জন কে গ্রেফতার করা হয়েছে। দফায় দফায় জিজ্ঞাসাবাদ শেষে হত্যাকান্ডে সংশ্লিষ্টতা থাকার প্রাথমিকভাবে প্রমান পাওয়ায় সাদুল্লাপুর গ্রামের শুভ রহমান ও আবু তালেবকে দায়েরকৃত হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। বুধবার বিকেলে তাদেরকে গ্রেফতার দেখানো হয়। গত রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত পুলিশ সন্দেহভাজন হিসেবে প্রতিবেশী ফুরুক মিয়ার বাড়ির কাজের ছেলে আবু তালেব, প্রতিবেশী ক্বারী আব্দুস ছালাম, তার ছেলে শহিদুর রহমান, একই গ্রামের শুভ রহমান ও রিপন সুত্রধরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। আটককৃতদের মধ্যে ক্বারী আব্দুস ছালাম, তার ছেলে শহিদুর রহমান, একই গ্রামের রিপন সুত্রধরকে স্থানীয় চেয়ারম্যানের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে। নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এস.এম. আতাউর রহমান বলেন, হত্যাকান্ডে শুভ রহমান ও আবু তালেব এর সংশ্লিষ্টতা পাওয়ায় তাদের গ্রেফতার করা হয়েছে অপর আটককৃতদের প্রাথমিকভাবে জড়িত থাকার কোনো প্রমাণ না পাওয়ায় তাদের ছেড়ে দেয়া হয়েছে। বৃহস্পতিবার তালেব ও শুভকে আদালতে প্রেরণ করার কথা রয়েছে । উল্লেখ্য, গত রবিবার রাত ১১ টায় উপজেলার কুর্শি ইউনিয়মের সাদুল্লাপুর গ্রামে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের হাতে খুন হন সাদুল্লাপুর গ্রামের মৃত রাজা মিয়ার স্ত্রী ও লন্ডন প্রবাসী পুত্র আখলাক চৌধুরীর মা মালা বেগম ও স্ত্রী রুমি বেগম। রবিবার রাতে তাদের আর্তচিৎকার শুনে গ্রামবাসী ওই বাড়িতে গিয়ে ঘরের বাহির থেকে গৃহবধূ রুমি বেগম ও ঘরের ভিতর থেকে তার শাশুড়ি মালা বেগমের তবিত লাশ দেখতে পান। এসময় তাদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ হাসপাতাল গিয়ে লাশ দু’টির সুরতহাল রিপোর্ট তৈরি করে। গত সোমবার রাতে নিহত রুমি বেগমের বড় ভাই পল্লী চিকিৎসক নজরুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করে নবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ হত্যাকান্ডের পর থেকেই নবীগঞ্জ থানা পুলিশের পাশাপাশি, পিবিআই, ডিবি, ডিএসবি, র‌্যাবসহ বিভিন্ন গোয়েস্থা সংস্থা ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে।


     এই বিভাগের আরো খবর