,

গরুর জন্য পুকুরে কচুরিপানা কাটা নিয়ে দ্বন্দ্ব ॥ বাঘাসুরা গ্রামে সংঘর্ষে আহত ৩০

মাধবপুর উপজেলার বাঘাসুরা গ্রামে গরুর জন্য পুকুরে কচুরিপানা কাটা নিয়ে দ্বন্দ্বের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ ৩০ জন আহত হয়েছে। আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে গ্রামে উত্তেজনা বিরাজ করছে।
আহত সূত্রে জানা যায়, বাঘাসুরা গ্রামের রফিক মিয়া ও আছিব মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে গ্রাম্য বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। গতকাল সকালে আছিব মিয়ার এক ছেলে গরুকে খাওয়ানোর জন্য গ্রামের একটি ডোবায় কচুরিপানা কাটতে যায়। এ সময় রফিক মিয়ার এক ছেলে তাকে বাধা দিলে দু’জনের মধ্যে তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে আহত আলী রহমান (৫০), নুরুন্নাহার বেগম (৩৫), রুহুল আমিন (২২), সাইদুর রহমান (৩৫), সেন্টু মিয়া (৪০), আছিব আলী (৪৫), রকম আলীকে (৫০) হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ও অন্যান্য আহতদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


     এই বিভাগের আরো খবর