,

নবীগঞ্জের ২টি জামে মসজিদে ২ লক্ষ টাকা অনুদান দিলেন ডাঃ মুশফিক হোসেন চৌধুরী

প্রতিশ্রুতিতেই নয়, বাস্তবায়নে বিশ্বাসী

আলী হাছান লিটন ॥ নবীগঞ্জ উপজেলার ২টি জামে মসজিদের উন্নয়ন কাজের জন্য ২ লক্ষ টাকা অনুদান দিলেন হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক আলহাজ্ব ডাঃ মুশফিক হোসেন চৌধুরী। এছাড়াও তিনি নবীগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদ’সহ নবীগঞ্জের অসংখ্য মসজিদ মাদরাসায় ব্যাপক উন্নয়ন করেছেন। উন্নয়ন কাজের ধারাবাহিকতায় করগাঁও ইউনিয়নের মিল্লিক জামে মসজিদের উন্নয়ন কাজের জন্য ১ লক্ষ টাকা ও বাউসা ইউনিয়নের পশ্চিম নাদামপুর জামে মসজিদের উন্নয়ন কাজের জন্য ১ লক্ষ অনুদান প্রদান করেছেন। হবিগঞ্জের বিভিন্ন উপজেলার পাশাপাশি নবীগঞ্জ-বাহুবলে সার্বিক উন্নয়ন করে যাচ্ছেন জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরী। আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রতিদিন তৃণমূল মানুষের উন্নয়নের খোজ খবর নিচ্ছেন। নবীগঞ্জ ও বাহুবল উপজেলার প্রতিটি ইউনিয়নের ওয়ার্ডে ওয়ার্ডে উন্নয়ন সভার মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়ন করতে ক্ষুধা ও দরিদ্রমুক্ত সোনার বাংলা গড়তে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন পৌছে দিচ্ছেন তৃণমূলের অবহেলিত মানুষের দৌরগোড়ায়। কথায় আর কাজের বাস্তবায়নে বিশ্বাসী এই জননেতা হবিগঞ্জ জেলা পরিষদের সাবেক প্রশাসক ও বর্তমানে জেলা পরিষদের দায়ীত্বে থাকায় এলাকার রাস্তা-ঘাট, মসজিদ, মাদরাসা, মন্দির, নতুন রাস্তা নির্মাণ, পুরাতন রাস্তা সংস্কার, এলাকার স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী, চাকুরীজীবি, ব্যবসায়ী, কৃষক, দিনমুজুর সহ সর্বস্থরের মানুষের চলাচলের জন্য ব্রীজ নির্মাণ সহ ব্যাপক উন্নয়ন বাস্তবায়ন ও অসংখ্য উন্নয়ন কাজ চলমান রয়েছে। হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়ীত্বে থাকাকালীন সময়ে আওয়ামী পরিবারের পরীক্ষিত সৈনিক মুশফিক চৌধুরী হবিগঞ্জের সবকটি উপজেলায় আওয়ামী লীগকে সুংগঠিত করতে অগ্রণী ভূমিকা পালন করেছেন। তার সময়ে বিগত সংসদ নির্বাচন গুলোতে হবিগঞ্জের ৪টি আসন বিপুল ভোটের ব্যবধানে আওয়ামী লীগের প্রার্থী জয়লাভ করে। এর পর থেকেই হবিগঞ্জকে দ্বিতীয় গোপালগঞ্জ বলা হয়। নবীগঞ্জ বাহুবলের বিগত উপনির্বাচনে ডাঃ মুশফিক হোসেন চৌধুরী মনোনয়ন লাভ করে মাত্র প্রায় ১২ শত ভোটের ব্যবধানে পরাজিত হন। এর পর জাতিসংঘের সাধারণ অধিবেশনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর সঙ্গী হন গণ মানুষের নেতা ডাঃ মুশফিক চৌধুরী। তৃণমূল মানুষের দৌরগোড়ায় উন্নয়ন পৌছে দেওয়ার ডাঃ মুশফিক হোসেন চৌধুরীকে হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক নিয়োগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডাঃ মুশফিক সততা, স্বচ্ছতা ও দক্ষতার সহিত দায়ীত্ব পালন করে বিগত জেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নবীগঞ্জ বাহুবল আসনে দলীয় ও উন্নয়নে পরীক্ষিত সৈনিক ডাঃ মুশফিক হোসেন চৌধুরী’র বিকল্প নাই বলে মনে করেন সাধারণ জনগণ।


     এই বিভাগের আরো খবর