,

শেখ হাসিনার দুরদর্শী চিন্তার ফলেই বৈপ্লবিক উন্নয়ন করা সম্ভব হয়েছে -বানিয়াচংয়ে বিদ্যুতায়নের উদ্বোধনকালে এমপি মজিদ খান

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে প্রায় দুই কোটি টাকা ব্যয়ে কাটাখাল ও দরওয়া গ্রামে বিদ্যুতায়নের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আব্দুল মজিদ খান এমপি সুইচ টিপে আনুষ্ঠানিকভাবে এই বিদ্যুতায়নের উদ্বোধন করেন। বানিয়াচং পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা যায়, উপজেলার পুকড়া ইউনিয়নের উল্লেখিত দুই গ্রামে ১৩ কিলোমিটার লাইন স্থাপনের মাধ্যমে ৬ শত ৯৮টি পরিবারে এই সংযোগ প্রদান করা হয়েছে। এতে নির্মাণ হয়েছে প্রায় দুই কোটি টাকা। উদ্বোধন শেষে গ্রামবাসী আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন এমপি এড. আব্দুল মজিদ খান। এ সময় তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার দুরদর্শী চিন্তার ফলেই দেশে এ ধরণের বৈপ্লবিক উন্নয়ন করা সম্ভব হয়েছে। নিরবচ্ছিন্ন বিদ্যুত সুবিধা পেতে হলে গ্রাহকদের আরও সাশ্রয়ী হতে হবে। নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করতে হবে। খেয়াল রাখতে হবে প্রয়োজন ছাড়া যাতে কোন লাইট বা ইলেকট্রনিক্স যন্ত্রপাতি চালু না থাকে। তাহলেই জননেত্রী শেখ হাসিনার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার মহতী উদ্যোগ সফল হবে। কাটাখাল গ্রামের মাঠে মাওঃ আব্দুর রউফের সভাপতিত্বে ও যুবলীগ সভাপতি আফরোজ মিয়া পল্টু দাস মানিকের যৌথ পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বানিয়াচং পল্লী বিদ্যুত সমিতির ডি জি এম মোঃ আবু জাফর, পরিচালক শেখ আজিজুল হক, পুকড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ নানু মিয়া আরও বক্তব্য রাখেন  উপজেলা ছাত্রলীগের সভাপতি এ জেড এম উজ্জ্বল, সাধারণ সম্পাদক রফিকুল আলম চৌধুরী রিপন, মাওঃ জুনাইদ আহমেদ, কাজী লুৎফুর রহমান, মাওঃ আব্দুল আউয়াল, মাওঃ আব্দুর রশিদ, মোছাব্বির মিয়া, জহুর আমিন, পল্টু দাস মানিক, কাজী আমিন, মোফাচ্ছল হোসেন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলায়ত করেন মাওঃ জাহাঙ্গীর আলম গীতা পাঠ করেন বিবেকানন্দ দাস।


     এই বিভাগের আরো খবর