,

মাধবপুরে মাদক ব্যবসার প্রতিবাদ করায় দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১ ও যুবতীসহ আহত ১০

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরের সীমান্ত এলাকা দৌলতপুরে মাদক ব্যবসার প্রতিবাদ করায় দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে এক জন নিহত ও যুবতীসহ ১০ জন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ২ টায় এ ঘটনাটি ঘটে। জানা যায়, নাছিরনগর উপজেলার দৌলতপুর গ্রামের কনু মিয়ার পুত্র হারুন মিয়া দীর্ঘ দিন যাবৎ গ্রামে মাদক বিক্রি করে আসছে। এ ব্যাপারে প্রতিবাদ করেন একই গ্রামের ইউপি সদস্য জিলু মিয়া। এতে দুই পক্ষের মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয়। এরই জেরধরে গতকাল ওই সময় দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে উভয় পক্ষের লোকজন রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ফিকলের আঘাতে ঘটনাস্থলেই নিহত হয় তোফাজ্জুল হোসেন (৩০) নামে এক যুবক। সে একই গ্রামের সেলু মিয়ার পুত্র। এছাড়াও আহত হন  উভয় পক্ষের মুসকানা আক্তার (১৮), লীল মিয়া (৪০), মিরজান (৩০), দুলন মিয়া (২৫), হারুন মিয়া (৩০) ও তার ভাই লাল মিয়া (৩৫)। তাদেরকে গুরুতর আহত অবস্থায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে, তোফাজ্জুল হোসনের লাশ নিয়ে হবিগঞ্জ সদর হাসপাতালে আসলে ডাঃ ত্রিলোক চাকমা তাকে মৃত ঘোষণা করেন। এ খবর পেয়ে হাসপাতালে ভর্তি থাকা অবস্থাল হারুন মিয়া ও লাল মিয়া পুলিশের ভয়ে পালিয়ে যায়। অপর একটি সূত্র জানায়, হারুন মিয়া মুসকানা আক্তার কে প্রায়ই উত্যেক্ত করত। এ নিয়ে দুই পরিবারের মধ্যে প্রায়ই ঝগড়া হয়। এরই জেরধরে গতকাল সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে সদর থানা পুলিশ লাশের ছুরতহাল তৈরী শেষে মর্গে প্রেরণ করে।


     এই বিভাগের আরো খবর