,

হবিগঞ্জে পুলিশের সকল সংবাদ বর্জনের ঘোষণা সাংবাদিকদের

হবিগঞ্জ প্রতিনিধি ॥ চ্যানেল এস এর সাংবাদিক সিরাজুল ইসলাম জীবনকে মিথ্যে অভিযোগে পুলিশি নির্যাতনের প্রতিবাদে গতকাল সোমবার বেলা ২টায় হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাবের সহ-সভাপতি ঈসমাইল হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, সাবেক সভাপতি গোলাম মোস্তফা রফিক, শামীম আহছান, মোঃ ফজলুর রহমান, হারুনুর রশীদ চৌধুরী, শোয়েব চৌধুরী, মোহাম্মদ নাহিজ, সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক শাহ ফখরুজ্জামান, সায়েদুজ্জামান জাহির, নুরুজ্জামান চৌধুরী শওকত, মাসুদ আলী চৌধুরী ফরহাদ, শরীফ চৌধুরী, আব্দুল হালিম, জিয়া উদ্দিন দুলাল, এম এ মজিদ, প্রদীপ দাস, শাকিল চৌধুরী, এমদাদুর রহমান সোহেল, ফজলে রাব্বী রাসেল, আবু হাসিব খান চৌধুরী পাবেল, আশরাফুল ইসলাম কহিনুর, ফয়সল চৌধুরী, আব্দুর রউফ সেলিম, জাকারিয়া চৌধুরী, নুরুল হক কবির, রনু বিশ্বাস, মীর আব্দুল কাদির, বদরুল আলম, এম সজলু, সহিবুর রহমান, একে কাউছার, কাজল সরকার প্রমুখ। সভায় বক্তারা সাংবাদিক জীবনের উপর পুলিশি নির্যাতনের বিষয়ে নিন্দা জানিয়ে চার দফা দাবী ঘোষণা করা হয়। সভায় সাংবাদিক সিরাজুল ইসলাম জীবনের উপর বর্বর নির্যাতনের ঘটনায় জড়িত সকল পুলিশ সদস্যকে অব্যাহতি প্রদানসহ দৃষ্টান্তমুলক শাস্তি নিশ্চিত করা, সাংবাদিক সিরাজুল ইসলাম জীবনের বিরুদ্ধে দায়ের করা ষড়যন্ত্রমূলক মামলা অবিলম্বে প্রত্যাহার করা, এ ঘটনার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দুঃখ প্রকাশ, নির্যাতিত সাংবাদিক সিরাজুল জীবনকে যথাযথ ক্ষতিপূরণ প্রদান করা এবং উল্লেখিত দাবী সমুহ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত পুলিশের সকল অনুষ্ঠান ও সংবাদ বর্জনের সিদ্ধান্ত গৃহীত হয়।


     এই বিভাগের আরো খবর