,

মাধবপুরে মহিলাদের জীবনমান উন্নয়নে সেলাই প্রশিক্ষণ

মাধবপুর প্রতিনিধি ॥ প্রধানমন্ত্রীর কার্যালয় হতে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্টির জীবনমান উন্নয়নে গৃহিত কর্মসূচীর আওতায় মহিলাদের সেলাই প্রশিক্ষনের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে হবিগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রশিক্ষনের কর্মসূচীর উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোকলেছুর রহমানের সভাপতিত্বে প্রশিক্ষনের উদ্বোধনী সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র হীরেন্দ্র লাল সাহা, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মতিউর রহমান খাঁন, অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী প্রমূখ। প্রশিক্ষনে মাধবপুর চা বাগানের ২০ জন মহিলাকে সেলাই প্রশিক্ষন দিয়ে তাদের আত্ম কর্মসংস্থান তৈরীর লক্ষ্যে প্রশিক্ষণ শেষে বিনা মূল্য সেলাই মেশিন দেওয়া হবে। জেলা প্রশাসক বলেন প্রধানমন্ত্রী ২০১৭-’১৮অর্থবছরের বরাদ্দকৃত অর্থের দ্বারা ক্ষুদ্র নৃ-গোষ্টির জীবনমান উন্নয়নের লক্ষ্যে এ কর্মসূচী হাতে নিয়েছেন। অবহেলিত ও পিছিয়ে পড়া নারী সমাজকে এগিয়ে যেতে হবে।


     এই বিভাগের আরো খবর