,

আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয় -নবীগঞ্জে ইফতার মাহফিলে এমপি আবু জাহির

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আবু জাহির এমপি বলেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। তাই আগামী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর  ঘনিষ্ট সহচর আওয়ামীলীগের নিবেদিত প্রাণ মরহুম এমপি আব্দুল মন্নান চৌধুরী ছানু মিয়া ১৯৭৩ সালে নবীগঞ্জ-বাহুবল আসনে আওয়ামীলীগের এমপি নির্বাচিত হয়ে সংগঠনের জন্য কাজ করে অনেক অবদান রেখেছেন। প্রবাসে থেকে স্বাধীনতা থেকে স্বাধিকার আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। নবীগঞ্জবাসী আজও তাহার অবদানের কথা ভুলে যাননি। তিনি গতকাল মঙ্গলবার নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এবং বঙ্গবন্ধুর ঘনিষ্ঠভাজন প্রয়াত এমপি আব্দুল মান্নান ছানু মিয়া স্বরনে দোয়া ইফতার মাহফিল প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথাগুলো বলেন। নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুলের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরীর পরিচালনায় এতে বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এডভোকেট আবুল ফজল, বিশিষ্ট আওয়ামীলীগ নেতা শাহনেওয়াজ মিলাদ গাজী, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবু সিদ্দিক, জেলা কৃষকলীগের সাবেক সভাপতি এডভোকেট সুমঙ্গল দাশ সুমন, জেলা পরিষদ সদস্য এডভোকেট সুলতান মাহমুদ, ডাঃ নাজরা চৌধুরী, নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক তোফাজল ইসলাম চৌধুরী, সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান উপজেলা যুবলীগের আহবায়ক ফজলুল হক চৌধুরী সেলিম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন আহমদ, নবীগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র এটিএম সালাম, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এডভোকেট গতি গোবিন্দ দাশ, এডভোকেট মুজিবুর রহমান কাজল, কাজী ওবায়দুল কাদের হেলাল, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, রিজভী আহমদ খালেদ, রবীন্দ্র কুমার পাল রবি, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কালাম আজাদ রাসেল, জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান, সাধারন সম্পাদক মাইদুর রহমান মাহি। অনুুষ্টানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক বিকাশ চন্দ্র রায়, পৌর আওয়ামীলীগের সভাপতি মোজাহিদ আলম, সাধারন সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, সাংগঠনিক সম্পাদক ওহি চৌধুরী, দপ্তর সম্পাদক বিধার ধর, প্রচার সম্পাদক আব্দুল কাদির, উপজেলা শ্রমিকলীগের সভাপতি আব্দাল করিম, পৌর যুবলীগ সভাপতি ফজল আহমদ চৌধুরী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, পৌর শ্রমিক লীগের সভাপতি হাফিজুর রহমান মিলন, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, উপজেলা আওয়ামীলীগ নেতা অঞ্জন পুরকায়স্থ, অমলেন্দু সুত্রধর, পৌর সেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল আহমদ বেলাল,  উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহ ফয়সল তালুকদার, সাধারন সম্পাদক মাহবুবুর রহমান রাজু, পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ বাবলু আহমেদ, মহিলা আওয়ামীলীগের সভাপতি দিলারা হোসেন, শেখ ছইফা রহমান কাকলী প্রমুখ। এছাড়াও আওয়ামীলীগ ও সহযোগী সকল সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণীপেশার লোকজন উপস্থিত  ছিলেন।


     এই বিভাগের আরো খবর