,

নবীগঞ্জে বিষপানে এক গৃহবধুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউপির ছন্দলপুর গ্রামে গতকাল বুধবার বিকেলে নাজিরা বেগম(২৫) নামের এক গৃহবধু বিষপান করে আত্মহত্যা করেছে। পারিবারিক কলহের কারণে বিষপান করেছে বলে জানাগেছে। জানাযায়, উপজেলার উল্লেখিত গ্রামের এনামুল হকের স্ত্রী ২ সন্তানের জননী নাজিরা বেগম বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে বাড়িতে থাকা এনড্রিন জাতীয় বিষপান করে। এসময় তার স্বামী বাড়িতে ছিল না। ঘটনাটি জানতে পেরে এনামুল বাড়িতে এসে দ্রুত তার স্ত্রী নাজিরাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এখানে প্রাথমিক চিকিৎসা শেষে নাজিরার অবস্থার অবনতি হলে তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হলে সেখানে তার মৃত্যু হয়। খবর পেয়ে রাত ১২ টায় নবীগঞ্জ থানার ওসি অপারেশন মোঃ নুরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নাজিরার সুরতহাল রিপোর্ট তৈরী করেন। নাজিরার পিতা-মাতা ও ভাই-বোনের কোন অভিযোগ না থাকায় লাশ তার পিতা শহীদ মিয়ার জিম্মায় দেয়া হয়। এ সময় উল্লেখিত ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুল ইসলাম সুজনসহ এলাকার গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন। এ ব্যাপারে নবীগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে। একটি সূত্রে জানাযায়, নাজিরা অন্তঃসত্বা ছিলো। ইতিপূর্বেও নাজিরা একবার হারপিক পান করে আত্মহত্যার চেষ্টা করেছিলো বলে তার স্বামী এনামুল জানিয়েছেন।


     এই বিভাগের আরো খবর