,

পুলিশী নির্যাতনের শিকার আজিজুরের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে পুলিশী নির্যাতনের শিকার চ্যানেল এস এর সাংবাদিক সিরাজুল ইসলাম জীবনের ভাই আজিজুরকে মু্িক্ত দেয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। গতকাল বুধবার দুপুরে হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনের রাস্তায় মানববন্ধন করা হয়। এ সময় বক্তারা বলেন- চ্যানেল এস এর সাংবাদিক জীবনের আপন ভাই এখনো মিথ্যা মামলায় কারাভোগ করছেন। তারা অচিরেই আজিজুলকে মুক্তি ও জীবনের উপর পুলিশী নির্যাতন এর সুষ্ঠু বিচারের দাবী জানান। এ সময় বক্তব্য রাখেন- চেম্বার নেতা দেওয়ান মিয়া, উদীচি সভাপতি পিযুষ চক্রবর্তী, এডভোকেট কামরুল ইসলাম। এর আগে গত বৃহস্পতিবার রাত ২টার দিকে মাদক বিক্রির অভিযোগ এনে হবিগঞ্জ শহরের যশেরআব্দা এলাকায় সাংবাদিক জীবনের বাসার পাশে অবস্থিত তার ছোট ভাইয়ের দোকানে হানা দেয় হবিগঞ্জে সদর থানা পুলিশ। এ সময় পুলিশ তার ছোট দুই ভাইকে মাদক বিক্রির অভিযোগ তুলে মারপিট করতে শুরু করে। সেখানে এনেও চোখ বেঁধে এসআই রকিবুল হাসান সাংবাদিক জীবনসহ তার ছোট দুই ভাইকে রাতভর নির্যাতন চালায়। আদালত প্রাঙ্গনে এভাবেই নির্যাতনের বর্ণনা দিলেন সাংবাদিক নির্যাতিত সাংবাদিক নিজেই। এ ঘটনায় সাংবাদিকদের আন্দোলনে উত্তাল হয়ে উঠে হবিগঞ্জ। সাংবাদিকরা সাজানো অভিযোগে সিরাজুলের উপর অত্যাচার ও দোষী পুলিশ সদস্যদের বিচার দাবী করেন। পুলিশ এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল ইসলামকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে।


     এই বিভাগের আরো খবর