,

নবীগঞ্জে শিক্ষকের হামলায় সিএনজি চালক গুরুত্বর আহত

সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার কাজীর বাজার মার্কুলি সড়কে শিক্ষকের হামলায় নবীগঞ্জ সরকারি ডিগ্রী কলেজের ছাত্র সাদিক মিয়া (১৯) নামের এক সিএনজি চালক গুরুত্বর আহত হয়েছে। আহত সুত্রে জানা যায়, ২নং বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের হরিনগর গ্রামের তজমুল মিয়ার পুত্র নবীগঞ্জ সরকারি কলেজের ১ম বর্ষের শিক্ষার্থী সিএনজি চালক মোঃ সাদিক মিয়া মার্কুলি যাওয়ার পথে ইউপি চেয়ারম্যান সত্যজিৎ দাশের বাড়ি সংলগ্ন নামক স্থানে বিবিয়ানা আর্দশ হাই স্কুলের সহকারী শিক্ষক জগন্নাথপুর গ্রামের দিরেন্দ্র দাশের পুত্র রিতেশ দাশ মার্কুলি যাওয়ার জন্য সিগনাল দিয়ে সিএনজি থামায়। সহকারি শিক্ষক রিতেশ দাশ ভাড়া জানতে চাইলে সাদিক সিএনজি শ্রমিক সংগঠন কর্তৃক নির্ধারিত ভাড়া জনপ্রতি ২০ টাকা করে সে জানায়। ২০ টাকা ভাড়া দিতে রিতেশ অপারগতা প্রকাশ করেন। এনিয়ে কথাকাটির জের ধরে এক পর্যায়ে রিতেশ সাদিককে কিল ঘুষি মারতে থাকেন এ সময় রিতেশের হামলায় সাদিকের মুখ ও নাক দিয়ে রক্ত ঝড়তে থাকে এবং মাটিতে লুটিয়ে পড়ে। তার শুর চিৎকারে হামলাকারী রিতেশ দাশের হাত থেকে আশপাশের লোকজন উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এ ব্যাপারে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান আহতর ভাই মোঃ কামরান হামিদ। একজন শিক্ষক কর্তৃক এমন ন্যক্কারজনক ঘটনায় এলাকায় আলোচনা এ সমালোচনার ঝড় বইছে। এ ব্যাপারে শিক্ষক রিতেশ দাশের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার অসুস্থ মামাতো ভাইকে নিয়ে মার্কুলি যাওয়ার পথে অর্ধেক রাস্তায় পথি মধ্যে নামিয়ে দেওয়ার ঘটনায় তার সাথে ঝগড়া হয়েছে এবং তিনিও আহত হয়েছে।


     এই বিভাগের আরো খবর