,

যেসব কুশীলব নেপথ্যে থেকে কলকাঠি নেড়েছেন কাউকে ছাড় দেয়া হবে না -দুদকের ভূয়া চিঠি প্রসঙ্গে এড.মাহবুব আলী

মাধবপুর প্রতিনিধি ॥ ২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত ও কল্যাণকর রাষ্ট্রে পরিণত করার জন্য নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবার রাষ্ট্রপরিচালনার দায়িত্ব দিতে হবে। আজ বাংলাদেশ বিশ্বের মানচিত্রে উন্নয়নের রুল মডেল। প্রধানমন্ত্রী এখন আন্তর্জাতিক মহলে প্রশংসিত রাষ্ট্রনায়ক। সরকার প্রতিটি ঘরে বিদ্যুত দিতে কাজ করে যাচ্ছে। মুক্তিযুদ্ধের মূল উদ্দেশ্য ছিল দেশের সকল মানুষ সমান সুযোগ পাবে। সামাজিক নিরাপত্তার আওতায় অসহায় মানুষকে ভাতা দিয়ে মূল স্রোতে ফিরিয়ে আনা হয়েছে। দেশ এখন উন্নয়নের মহাসড়কে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। আমরা বঙ্গবন্ধুর আদর্শে লোভ লালসার উর্ধ্বে উঠে রাজনীতি করি। কিন্তু কিছু লোক রাজনীতির নামে অর্থ উপার্জন করে মানুষকে শোষন করে। মাধবপুর ৫২ লক্ষ টাকা ব্যয়ে সরকারি অর্থায়নে ৪টি গ্রামে বিদ্যুতের নতুন সংযোগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। তিনি আরো বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম সহ কিছু গণমাধ্যমে দুদকের একটি ভূয়া চিঠি নিয়ে তার বিরুদ্ধে অনেক অপপ্রচার করা হয়েছে। এরসঙ্গে যেসব কুশীলব নেপথ্যে থেকে কলকাঠি নেড়েছেন কাউকে ছাড় দেয়া হবে না। সরকারের ভাবমুর্তি নষ্ট করার লক্ষ্যে কিছু দুষ্টলোকের ইন্দনে এসব অপপ্রচার করা হয়েছে। উদ্বোধনী সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নোয়াপাড়া পল্লী বিদ্যুত সমিতির সহকারী মহাব্যবস্থাপক সজিব পাল, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রহম আলী, সাবেক সাধারণ সম্পাদক সুকোমল রায়, যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম, যুবলীগ সাধারণ সম্পাদক কাউছার মোল্লা, যুবলীগ নেতা আমিরুল ইসলাম, ছাত্রলীগ সেক্রটারী উজ্জ্ল পাঠান প্রমুখ।


     এই বিভাগের আরো খবর