,

উন্নয়নের স্বার্থে অপপ্রচারকারীদের ব্যাপারে সতর্ক থাকতে হবে -হবিগঞ্জে ভিজিএফ চাল বিতরণকালে এমপি আবু জাহির

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ও পবিত্র রমজান মাস উপলক্ষে হবিগঞ্জ পৌরসভার ৪ হাজার ৬২১ জনের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে। গতকাল রোববার সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পৌর এলাকার ৯টি ওয়ার্ডের ৮টি কেন্দ্রে এই চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির। এ সময় তিনি বলে, দেশের দরিদ্র জনগোষ্ঠীর মুখে খাবার না দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে খাবার গ্রহণ করেন না। আর বিএনপি নেত্রী জনগণের সম্পদ লুটপাটসহ এতিমের টাকা আত্মসাত করেন। তাই দেশের জনগণ আওয়ামী লীগ সরকারকে নির্বাচিত করে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামীতেও নৌকায় ভোট দেয়ার আহবান জানিয়ে তিনি বলেন, নির্বাচন আসলে বিএনপি-জামায়াত বিভিন্ন অপপ্রচারের মাধ্যমে জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করে। তাই উন্নয়নের স্বার্থে অপপ্রচারকারীদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। চাউল বিতরণকালে অন্যান্যের মাঝে পৌর কাউন্সিলর মোঃ জাহির উদ্দিন, দিলীপ দাশ, মোঃ জুনায়েদ মিয়া, গৌতম কুমার রায়, শেখ নূর হোসেন, আব্দুল আওয়াল মজনু, আলমগীর মিয়া, শেখ উম্মেদ আলী শামীম, পিয়ারা বেগম, খালেদা জুয়েল, অর্পণা বালা পাল, হবিগঞ্জ পৌরসভার সকল কাউন্সিলরবৃন্দ, জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহীসহ স্থানীয় মুরুব্বীয়ান এবং নানা শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন। উল্লেখ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও মন্ত্রণালয়ের অধীনে হবিগঞ্জ পৌরসভার উদ্যোগে উল্লেখিত সংখ্যক নারী এবং পুরুষের মাঝে ১০ কেজি করে চাউল প্রদান করা হয়েছে। পৌরসভার কাউন্সিলর জাহির মিয়া জানান, সংসদ সদস্যের হাত থেকে হতদরিদ্র লোকজন ঈদ উপলক্ষে এ চাউল গ্রহণ করে অত্যন্ত আনন্দিত।


     এই বিভাগের আরো খবর