,

অস্ট্রিয়াকে উড়িয়ে দিলো ব্রাজিল

সময় ডেস্ক ॥ বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রীতি ম্যাচে বড় জয় নিয়ে প্রস্তুতি সারলো ব্রাজিল। গতকাল অস্ট্রিয়াকে ৩-০ গোলে হারায় তারা। এদিন দলের হয়ে এটি করে গোল করেন গ্যাব্রিয়েল জেসুস, নেইমার ও ফিলিপ্পে কুটিনহো। গত বছরের জুনের পর থেকে টানা ১০ ম্যাচে অপরাজিত রইলো সেলেকাওরা। আর ২০১৬’র জুনের পর থেকে ২১ ম্যাচে ক্লিন শিট থাকলো কোচ লিওনার্দো বাচ্চি তিতের দল। গত ম্যাচে ক্রোয়েশিয়াকে ২-০ গোলে হারায় ব্রাজিল। অন্যদিকে টানা সাত ম্যাচে অপরাজিত থাকার পর হার দেখলো অস্ট্রিয়া। গত ম্যাচে চ্যাম্পিয়ন জার্মানিকে ২-১ গোলে হারায় ইউরোপের এ দেশটি। এবারের আসরে ‘ই’ গ্রুপে পাঁচ বারের চ্যাম্পিয়নদের অন্য দুই প্রতিপক্ষ কোস্টারিকা ও সার্বিয়া। আগামী ১৭ই জুন সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপ মিশন শুরু করবে ব্রাজিল। অন্যদিকে এবারের আসরের মূল পর্বে জায়গা পেতে ব্যর্থ হয় অস্ট্রিয়া। সর্বশেষ ১৯৯৮’র বিশ্বকাপে অংশ নেয় তারা।  গতকাল অস্ট্রিয়ার মাঠে নেইমারকে নিয়ে দলের প্রথম একাদশ সাজান কোচ তিতে। ম্যাচের প্রথম ২০ মিনিট অতিথিদের কিছুটা চাপে রাখে অস্ট্রিয়া। পরে ম্যাচের ৩৬তম মিনিটে ডি-বক্সের ভিতর থেকে কোনকুনি শটে গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুস। ৬৩তম মিনিটে উইলিয়ানের পাসে গোল করে দলের ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর এ নিয়ে টানা দুই ম্যাচে গোল করলেন এ পিএসজি ফরোয়ার্ড। গত ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমেই গোল করেন নেইমার। এর ৬ মিনিট পর রবার্তো ফিরমিনোর পাসে দলের শেষ গোলটি করেন বার্সেলোনা মিডফিল্ডার ফিলিপ্পে কুটিনহো। ৭৪তম মিনিটে কুটিনহোর শট গোলেপোস্টে লাগলে নিশ্চিত গোল বঞ্চিত হয় সেলেকাওরা।


     এই বিভাগের আরো খবর