,

কলম্বিয়াকে হারিয়ে জাপানের ইতিহাস

সময় ডেস্ক ॥ বল পায়ে ইতিহাস গড়লো সূর্যোদয়ের দেশ জাপান। বিশ্বকাপ ইতিহাসে এশিয়ার প্রথম দল হিসেবে দক্ষিণ আমেরিকার কোনো দেশের বিপক্ষে জয় পেল তারা। গতকাল রাশিয়ায় ‘এইচ’ গ্রুপের খেলায় কলম্বিয়ার বিপক্ষে ২-১ গোলে জয় কুড়ায় জাপান। এতে তারা নিলো মধুর প্রতিশোধও। ব্রাজিলে ২০১৪ বিশ্বকাপের গ্রুপ পর্বে কলম্বিয়ার কাছে ৪-১ গোলে হার দেখেছিল জাপান। আর যে কোনো ধরনের ফুটবলে কলম্বিয়ার বিপক্ষে জাপানের এটি প্রথম জয়। গতকাল ম্যাচের শুরুতেই দশজনের দলে পরিণত হয় গত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালিস্ট কলম্বিয়া। মরদোভিয়া অ্যারেনায় খেলা শুরুর তিন মিনিটের মাথায় কলম্বিয়ার বিপদ ডেকে আনেন মিডফিল্ডার কার্লোস সানচেজ মোরেনো। গোলমুখে নেয়া জাপানিজ মিডফিল্ডার শিনজি কাগাওয়ার শট হাত দিয়ে ঠেকিয়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি। বিশ্বকাপ ইতিহাসে এটি দ্বিতীয় দ্রুততম লাল কার্ডের ঘটনা। আর স্পট কিক থেকে বল জালে পাঠাতে কোনো ভুল করেননি কাগাওয়া। ৩৯ মিনিটে দারুণ বুদ্ধিদীপ্ত ফ্রি-কিকে কলম্বিয়াকে ম্যাচে ফেরান মিডফিল্ডার হুয়ান ফার্নান্দো কুইনতেরো। জাপানিজ খেলোয়াড়রা লাফিয়ে উঠলে মাটি কামড়ানো শটে পায়ের নিচ দিয়ে বল জালে পাঠান তিনি। ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ। ৭৩তম মিনিটে জাপানিজদের উল্লাসে মাতান ফরোয়ার্ড ইয়োইয়া ওসাকো। কেইসুকে হোন্ডার ক্রস থেকে হেডে লক্ষ্যভেদ করেন তিনি। এই গোলটিই ফলাফল নির্ধারক হয়ে থাকে। বিশ্বকাপে এ নিয়ে দ্বিতীয়বার ও সব মিলিয়ে চারটি আন্তর্জাতিক ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হয় জাপান। দুই ম্যাচে জয় পায় কলম্বিয়া। অপর ম্যাচটি ড্র হয়। ২০১৪ বিশ্বকাপের গ্রুপ পর্বে বিদায় নেয়া জাপান কলম্বিয়াকে হারিয়ে এবারের যাত্রা শুরু করলো। এবারের আসরে জাপানের আগে এশিয়া অঞ্চলের প্রথম দল হিসেবে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করে ইরান। ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচে ইনজুরি সময়ের আত্মঘাতী গোলে মরক্কোকে ১-০ ব্যবধানে হারায় ইরান। ‘এফ’ গ্রুপে সুইডেনের কাছে পেনাল্টি গোলে একই ব্যবধানে হার মানে এশিয়ার অন্যতম পরাশক্তি দক্ষিণ কোরিয়া। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক রাশিয়ার কাছে ৫-০ গোলে বিধ্বস্থ হয় সৌদি আরব। মোট পাঁচটি দল এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) থেকে ২০১৮ বিশ্বকাপে অংশ নেয়। এশিয়া অঞ্চলের বাছাইপর্বে খেলা অস্ট্রেলিয়া তাদের প্রথম ম্যাচে ফ্রান্সের কাছে ২-১ গোলে হার মানে। ‘সি’ গ্রুপের ম্যাচটিতে ফ্রান্সের জয় আসে পেনাল্টি ও আত্মঘাতী গোলের সুবাদে। অস্ট্রেলিয়ার গোলটিও পেনাল্টি থেকে। আগামী ২৪শে জুন জাপানের পরবর্তী ম্যাচ সেনেগালের বিপক্ষে। একই দিন ‘এইচ’ গ্রুপের অপর খেলায় পোল্যান্ডকে মোকাবিলা করবে ফ্যালকাও-হামেস রদ্রিগেজের কলম্বিয়া।


     এই বিভাগের আরো খবর