,

নবীগঞ্জের বিবিয়ানা গ্যাস ফিল্ডে মতিউর হত্যাকান্ডের প্রতিবাদে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বিবিয়ানা গ্যাস কুপ সংলগ্ন স্থানে হারানো চাকুরী ফিরে পাওয়ার দাবীতে কর্তৃপক্ষের দৃষ্টি পাওয়ার জন্য সহযোগী সিকিউরিটি গার্ডদের আটকের ঘটনার সময় মতিউর রহমানের মৃত্যুকে হত্যাকান্ড দাবী করে এর প্রতিবাদে গতকাল সোমবার বিকালে দু’টি ইউনিয়নের লোকজন মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। স্থানীয় বান্দের বাজারস্থ জিরো পয়েন্টে আবুল কালাম আজাদের পরিচানায় অনুষ্টিত মানব বন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন দীঘলবাক ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ছালিক মিয়া, ইনাতগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল বাতেন, ইউপি আওয়ামীলীগের সভাপতি গোলাম হোসেন, প্রাক্তন ইউপি চেয়ারম্যান খালেদ আহমদ পাঠান, আওয়ামীলীগ নেতা আজিজুর রহমান (ঠিকাদার), আব্দুল খালিক ও গুলজার মিয়া প্রমূখ। সমাবেশে বক্তাগণ করেন, মামলার অজুহাত দেখিয়ে শেভরন বাংলাদেশ দীঘলবাক ইউনিয়নের কসবা গ্রামের মতিউর রহমানসহ দু’ জনকে চাকুরিরত অবস্থায় সিকিউরিটি গার্ড থেকে অব্যাহতি দেয়। আইনী লড়াইয়ে মুক্ত হয়ে হারানো চাকুরী ফিরে পেতে মতিউর একাধিক বার শেভরন কর্তৃপক্ষ বরাবরে আবেদন নিবেদন করেও কোন ফল হয়নি। গত ৮ ই ফের্রুয়ারী বিকালে মতিউর তার অপর সহযোগীকে নিয়ে কর্তৃপক্ষের দৃষ্টি পাওয়ার জন্য কর্মরত সহযোগী সিকিউরিটি গার্ডদের পথরোধ করে আটক করে। এ সময় শেভরনের কে বা কারা ইনাতগঞ্জ পুলিশকে খবর দিয়ে এনে উস্কানি দিয়ে মতিউর রহমান ও তার সহযোগীকে মারপিট করায়। ওই আঘাতে মতিউর অসুস্থ হয়ে পড়লে তাকে সিলেট প্রেরন করা হয় এবং চিকিৎসারত অবস্থায় সেখানে তার মৃত্যু ঘটে। বক্তাগণ বলেন, এই ঘটনার সুষ্ট তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি শেভরন কর্তৃপক্ষের শ্রমনীতি পরিবর্তন করে স্থানীয় লোকদের সমন্বয়ে শ্রমিকনীতি প্রনয়ন, মামলার অজুহাত দেখিয়ে কোন শ্রমিককে চাটাই করা বন্ধ করার দাবী জানিয়ে বলেন, নিহত পরিবারকে ক্ষতিপুরণ দিতে । অন্যতায় দু’ ইউনিয়ন বাসী শেভরনের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তুলবে। সমাবেশে বলা হয় আগামী শনিবার মতিউর হত্যাকান্ডের বিচারের দাবীতে গঠিত কমিটির সভা রয়েছে। ওই সভা থেকে পরবর্তী কর্মসুচী ঘোষনা করা হবে।


     এই বিভাগের আরো খবর