,

হারলে আর্জেন্টিনার বাড়ি ফেরা ছাড়া উপায় নেই!

সময় ডেস্ক ॥ আগামীকাল বৃহস্পতিবার রিয়াল বনাম বার্সা রূপ দিচ্ছে ক্রোয়েশিয়া বনাম আর্জেন্টিনা ম্যাচে। দুই ক্লাবের দুই তারকা মুখোমুখি। আইসল্যান্ড ম্যাচ ভয়ের হিমশীতল অনুভূতি এনে দিয়েছে। পরের ম্যাচটাকে বানিয়ে দিয়েছে বাঁচা-মরার লড়াই। লিওনেল মেসিরা কি পারবেন অভয়ের চাঁদরে জড়িয়ে নিতে নিজেদের? অসভালদো আর্দিলেস বলছেন, না পারার তো সুযোগই নেই। হারলেই যে বাড়ি ফেরার ব্যাগ গোছাতে হবে! ১৯৭৮-এর বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা এখন ফুটবল পন্ডিত হিসেবে নাম করেছেন। নিজের লেখা কলামে মেসিদের জন্য সতর্কবার্তাই উচ্চারণ করেছেন আর্দিলেস। এই ম্যাচে শুধু তো আক্রমণ নয়, আর্জেন্টিনাকে ভাবতে হবে নিজের রক্ষণ নিয়েও। আর্দিলেস লিখেছেন, ‘আইসল্যান্ডের মতো কিন্তু ক্রোয়েশিয়া কেবল ঠেকিয়ে খেলবে না। ওরা আক্রমণও করবে। ওদের কাছে হারলে আমাদের বাড়ি ফেরা ছাড়া আর উপায় নেই। ক্রোয়েশিয়ার বিপক্ষে হার এড়াতে হলে আমাদের সবকিছুতেই পরিবর্তন আনতে হবে। গত শনিবারের ম্যাচে আমরা খুবই খারাপ খেলেছি। ডিফেন্স দুর্বল ছিল, মিডফিল্ডের তো অস্তিত্বই খুঁজে পাচ্ছিলাম না।’ আর্জেন্টিনা এখন পর্যন্ত প্রতিপক্ষের চেয়ে নিজেরাই বেশি নিজেদের দুশ্চিন্তার কারণ। গত ম্যাচের খেলা দেখে সেটাই বলছেন আর্দিলেস, ‘সত্যি বলতে, আমরা খারাপ খেলেছিলাম সেদিন। আর্জেন্টিনা পরের ম্যাচগুলোতে কেমন খেলবে, তা নিয়েই চিন্তা। অবশ্যই আইসল্যান্ড যেভাবে ডিফেন্ড করেছে, তা কঠিন করে দিয়েছিল আর্জেন্টিনার জন্য। কিন্তু আমাদের অবশ্যই জানা উচিত, এত কঠিন ডিফেন্ডের ফাঁক গলিয়ে কীভাবে গোল করতে হয়।’ চৎধহ ঁঢ়, ক্রোয়েশিয়া দলে এখন তারকার ছড়াছড়ি। আছেন রিয়াল মাদ্রিদের লুকা মডরিচ। আর্দিলেস লিখেছেন, ‘ক্রোয়েশিয়া খুবই ভালো দল, ওদের বেশির ভাগ খেলোয়াড়ই ইউরোপের ভালো দলগুলোতে খেলে। ওদের তারকা খেলোয়াড় লুকা রিয়াল মাদ্রিদে খেলছে, ইভান রাকিটিচ খেলছে বার্সেলোনায়। মারিও মানজুকিচ খেলছে জুভেন্টাসে। খুবই গোছানো একটি দল। ওদের বিপক্ষে জয় ছিনিয়ে আনা খুবই কঠিন হবে আর্জেন্টিনার জন্য।’ অসভালদো আর্দিলেসঅসভালদো আর্দিলেসআর তা যদি না পারে, আর্জেন্টিনা যদি ড্রও করে, দুই ম্যাচ মিলিয়ে থাকবে ২ পয়েন্ট। শেষ ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে জিতলেও ৫ পয়েন্ট। তখন হয়তো নির্ভর করতে হবে অন্য দলের খেলার ওপর। আর্জেন্টিনাকে নিজেদের ভাগ্য নিজেদের হাতে রাখতে পরের ম্যাচ জিততেই হবে। বৃহস্পতিবারের এই বাঁচা-মরার ম্যাচ বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু।


     এই বিভাগের আরো খবর