,

SAMSUNG CAMERA PICTURES

হবিগঞ্জে সিএনজিসহ দুই গরু চোর আটক

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের মিঠুরচক গ্রাম থেকে সিএনজিসহ দুই গরু চোরকে আটক করে উত্তম মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় এলাকাবাসী। গতকাল শুক্রবার দুপুরে তাদেরকে সদর থানায় সোপর্দ করা হয়। আটককৃতরা হল, হবিগঞ্জ শহরের যশোরআব্দা গ্রামের গরু চোর খালেক মিয়ার পুত্র রনি মিয়া (১৯) ও একই গ্রামের সাহেদ আলীর পুত্র এমরান আহমেদ (১৮)। স্থানীয় সুত্রে জানা যায়, গত বৃহস্পতিবার গভীর রাতে ওই গ্রামের শামীম মিয়ার বাড়িতে একদল গরু চোর হানা দেয়। এ সময় তার গোয়ালঘর থেকে দুইটি গরু চুরি করে নিয়ে যায়। পরে তারা পুণরায় ওই এলাকার আরেকটি বাড়িতে যায় টমটমের ব্যাটারি চুরি করতে। চুরি করে নিয়ে আসার সময় স্থানীয় লোকজন তাদেরকে সিএনজিসহ উল্লেখিত দুই চোরকে আটক করে। এ সময় তাদের সাথে থাকা অন্যান্য চোররা পালিয়ে যায়। পরে তাদের স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে বাড়িতে আটক রাখা হয়। গতকাল শুক্রবার দুপুরে সদর থানায় এসআই ধ্রুবেশ দাস ঘটনাস্থলে পৌছে থানায় নিয়ে আসে। সূত্র জানায়, দীর্ঘদিন ধরে একটি চোরাই চক্র শায়েস্তানগর, সিনেমাহল, চৌধুরী বাজার, কোর্ট ষ্টেশন, বগলা বাজারসহ বিভিন্ন বাজারে কসাইদের সাথে যোগসাজস করে ওই চক্রটি সাধারণ ক্রেতাদের কাছে মাংস বিক্রি করে। বেশ কয়েকবার পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করলে জামিনে মুক্তি পেয়ে পুনরায় এসব ব্যবসায় জড়িয়ে পড়ে। জব্দকৃত সিএনজি সিএনজি নাম্বার বিহীন রাকিব পরিবহন। এর মালিক আব্দুল খালেক বলে জানা গেছে। এ ব্যাপারে ওসি ইয়াছিনুল হক জানান, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।


     এই বিভাগের আরো খবর