,

খোয়াই নদীর বাঁধ ভেঙ্গে পানি ডুকে ভেঙ্গে যাওয়া বাড়ি ঘরের স্থান পরির্দশনে এমপি মজিদ খান

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ খোয়াই নদীর লম্বাবাগ এলাকা দিয়ে বাঁধ ভেঙ্গে পানি ডুকে বানিয়াচঙ্গ উপজেলার মক্রমপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের বেশ কয়েকটি বাড়ি ঘর ভেঙ্গে গেছে। সম্প্রতি ভেঙ্গে যাওয়া বাড়ি ঘর
পরিদর্শন করেছেন এমপি এড. মোঃ আব্দুল মজিদ খান। পরিদর্শনকালে তিনি বলেন আওয়ামীলীগ সরকার যে কোন প্রাকৃতিক দুর্যোগে আত্মীয় মতো মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্য সহযোগিতা করে যাচ্ছে। খোয়াই নদীর বাঁধ ভেঙ্গে আপনাদের যে ক্ষতি হয়েছে তা পূরণ করা সম্ভব নয়। তবে আপনাদেরকেও সাহায্য সহযোগিতা করা হবে। আগে কোন সরকার প্রাকৃতিক দুর্যোগের সময়ে এভাবে পাশে দাঁড়িয়ে সাহায্য সহযোগিতা করেনি। এ সরকার ক্ষমতায় থাকলে ভবিষ্যতে দেশের উন্নতি হবে ইনশাল্লাহ। উন্নয়নের স্বার্থে সবাই ঐক্যবদ্ধ ভাবে নৌকায় ভোট দিয়ে আওয়ামীলীগ সরকারকে আবারও ক্ষমতায় আনার জন্য উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান। তিনি আরও বলেন, ইদানিং হাওড় এলাকায় বজ্রপাতে কৃষক ও ধানকাটা শ্রমিক নিহতের সংখ্যা বেড়েছে। নিহতদের স্বজনদের কাছে তাৎক্ষনিকভাবে সরকারের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে সাহায্য প্রদান করা হচ্ছে, যা আগের কোন সরকার তা করেনি। পরিদর্শন কালে এমপি মহোদয় ক্ষতিগ্রহস্থ পরিবারের সদস্যদের সাথে কথা বলেছেন এবং তাহাদের খোঁজ খবর নিয়েছেন ও তাদেরকে শান্তনা দিয়েছেন।


     এই বিভাগের আরো খবর