,

নবীগঞ্জে হাতের তৈরি পাখা বিক্রি করে জীবনযাপন

শাহ সুলতান আহমেদ ॥ ভ্রমরা বিবির বয়স ৬০ হবে। এ বয়সে তার ঘরে বসে শান্তিতে দিনযাপন চালিয়ে যাবার কথা ছিলো। কিন্তু তার ভাগ্যের পরিহাস এমন হলো, বাড়ি-বাড়ি গিয়ে হাতের তৈরি পাখা বিক্রি করতে হচ্ছে। এক বছর নয় দীর্ঘ ১০/১২ বছর যাবত তিনি এভাবে পাখা বিক্রি করছেন। তিনি হচ্ছেন হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার ডুবাঐ এলাকার আব্দুল কদ্দুস এর স্ত্রী ভ্রমরা বিবি (৬০)। তার সাথে গতকাল মঙ্গলবার দুপরে এ প্রতিনিধির দেখা হয় নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের দেওতৈল গ্রামে। কথা বলার এক পর্যায়ে বেড়িতে আসে তার দুখের চিত্র। ভ্রমরা বিবি জানান, আজ থেকে ১০/১২ বছর পুর্ব থেকে হাতের তৈরি পাখা বাড়ি-বাড়ি বিক্রি করে আসছেন। প্রতিদিন তিনি ১৫/২০ পাখা বিক্রি করছেন। একটি উন্নত মানের পাখা বিক্রি করছেন ১ শ টাকায় এবং নিম্ম মানের পাখা বিক্রি করছেন ৫০ টাকায়। প্রতিটি পাখায় তার মুনাফা হচ্ছে ১০/১৫ টাকা। প্রতিদিনই তিনি ২০/২৫টি পাখা বিক্রি করছেন। এতে প্রতি মাসেই তার আয় হচ্ছে ৪/৫ হাজার টাকা। অনেক সময় বেশি পরিশ্রম করতে গিয়ে বিভিন্ন রোগ তাকে আক্রান্ত করছে। এর পর তিনি থামেননি পাখা বিক্রি থেকে। এ প্রতিনিধি প্রশ্ন করেন, এ পেশা কেন গ্রহন করলেন? তিনি উত্তর দেন এটা তার কাছে সহজ মনে হচ্ছে। তাকে অনেকে বিভিন্ন বাসা-বাড়িতে কাজ করতে বলেন, কিন্তু তাতে তিনি রাজি হননি। সমাজের সচেতন মহল মনে করেন ওই বৃদ্ধা ভ্রমরা বিবি নিজের কষ্ট শিকার করে জীবনের ঝুকি নিয়ে যে পেশা চালিয়ে যাচ্ছেন। তাহা কোন অসম্মানজনক কাজ নয়। যদি সে নিজের পায়ে দাঁড়াতে পারতো না। কত যে কষ্ট হতো তার।


     এই বিভাগের আরো খবর