,

নবীগঞ্জে বাস-সিএনজি সংঘর্ষে এক ব্যবসায়ী নিহত ॥ আহত ৩

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে যাত্রীবাহি বাস ও সিএনজি অটো রিক্সার সংঘর্ষে ১ জন নিহত ও সিএনজি ড্রাইভারসহ ৩ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে ২ জনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর আহত এক জনকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার বিকেলে নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কের ইমামবাড়ি নামক স্থানে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়,  উল্লেখিত সড়কের ইমামবাড়ি নামক স্থানে গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৩ টায় নবীগঞ্জ থেকে হবিগঞ্জগামী যাত্রীবাহি একটি বাস (ঢাকা-চ-১৭১৮) নবীগঞ্জগামী সিএনজি অটোরিক্সা’র (হবিগঞ্জ-থ- ১১-২৭২৫) সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের আদিত্যপুর গ্রামের মৃত দীগেন্দ্র রায়ের পুত্র নবীগঞ্জ বাজারের ফল ব্যবসায়ী দীলিপ রায় (৪৫) নিহত হন। এ সময় সিএনজির অপর যাত্রী সিকান্দারপুর গ্রামের মৃত ব্রজেন্দ্র দাশের পুত্র সুশান্ত দাশ (৫৫) তার কন্যা রিম্পি দাশ (২০) ও চৌকি গ্রামের নিরাপদ দাশের পুত্র সুমন দাশ (৩৩) গুরুতর আহত হন। এর মধ্যে সুশান্ত দাশ ও তার কন্যা রিম্পি দাশকে মুমুর্ষ অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং সুমন দাশকে (৩৩) নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। এ সময় উত্তেজিত জনতা প্রায় ১ ঘন্টা সড়ক অবরোধ করে রাখে। পরে দূর্ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় নেতৃবৃন্দের সহযোগিতায় পরিস্থিতি শান্ত করে সড়কে যান চলাচল স্বাভাবিক করেন।


     এই বিভাগের আরো খবর