,

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ২৭ জুন বুধবার দৈনিক বিজয়েল প্রতিধ্বনি ও দৈনিক হবিগঞ্জ সময় এবং দৈনিক প্রভাকর পত্রিকাসহ কয়েকটি স্থানীয় পত্রিকায় ‘‘নবীগঞ্জে বিদ্যুৎ সংযোগে বাধা ডিজিএম বরাবর অভিযোগ’ শিরোনামে সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। আমি উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। কারণ সংবাদটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট। প্রকৃতপক্ষে যখন বিদ্যুৎ সংযোগ প্রদানের জন্য মাপ নেয়া হয় তখন আমার বাড়ির পাশ দিয়ে লাইন টানার সিদ্ধান্ত হয়। কিন্তু আমি শ্রমজীবী মানুষ হওয়ায় লাইন টানার দিন কাজের জন্য বাড়ির বাইরে ছিলাম। সেই সুযোগে একটি কুচক্রী মহল বিদ্যুৎ কর্মীদের ভুল বুঝিয়ে আমার বাড়ির ওপর দিয়ে বিদ্যুৎ লাইন স্থাপন করায়। আমি বাড়িতে এসে আমার বাড়ির ওপর দিয়ে বিদ্যুৎ লাইন দেখে হতবাক হই এবং পল্লী বিদ্যুৎ অফিসে আমার বাড়ির ওপর দিয়ে টানা লাইনটি সরিয়ে বাড়ির পাশ দিয়ে টানার জন্য আবেদন করি। কিন্তু সেই কুচক্রী মহল আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার হীন উদ্দেশ্যে সাংবাদিক ভাইদের ভুল তথ্য দিয়ে আমাকে প্রভাবশালী আখ্যা দিয়ে চাঁদাবাজির অভিযোগে সংবাদ প্রকাশ করিয়েছে। অথচ আমি নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নস্থ নোয়াগাও গ্রামের একজন খেটে খাওয়া দরিদ্র লোক। আমি ওই দিন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে বিদ্যুৎ লাইন টানার কাজে বাঁধা প্রদান করিনি। যা আমার গ্রামের মানুষের সাথে কথা বললেই জানা যাবে। তাই আমি উক্ত উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা সংবাদটির তীব্র প্রতিবাদ জানাই।
প্রতিবাদকারী
সামছুল হক, পিতা- সুন্দর আলী
নোয়াগাও, পানিউমদা ইউপি, নবীগঞ্জ।


     এই বিভাগের আরো খবর