,

হবিগঞ্জে প্রথমবারের মতো ‘কমিউনিকেশন স্ট্রেটিজি বাস্তবায়ন ও মনিটরিং বিষয়ক দিনব্যাপী সঞ্জীবনী কর্মশালা অনুষ্ঠিত

রফিকুল হাসান চৌধুরী তুহিন ॥ ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ-শেখ হাসিনার বাংলাদেশ’ এমন শ্লোগান নিয়ে হবিগঞ্জে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘কমিউনিকেশন স্ট্রেটিজি বাস্তবায়ন ও মনিটরিং’ বিষয়ক দিনব্যাপী এক (ঈড়সসঁহরপধঃরড়হ ঝঃৎধঃবম বাস্তবায়ন ও মনিটরিং) সঞ্জীবনী কর্মশালা। ডিপিও মোঃ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এবং যথাক্রমে সংশ্লিস্ট শিক্ষা অধিদপ্তরের শিক্ষা অফিসার মোঃ শরিফুল ইসলাম, এডিপিও আবু জাফর মোঃ ছালেহ যৌথ সঞ্চালনায় এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে, পলিসি এন্ড এডুকেশন বিভাগ-প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে ও ইউনিসেফ এর সহযোগিতায় শহরের ফুড ভিলেজ এন্ড চাইনিজ রেস্টেুরেন্টে শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (বিদ্যালয়) মোঃ মাহবুবুর রহমান বিল্লাহ। বিশেষ অতিথি ছিলেন, মিডিয়া ব্যক্তিত্ব ও সমাজসেবক রফিকুল হাসান চৌধুরী তুহিন ও এডিপিও আ.ফ.ম আসাদুল আলম। এতে অংশ নেন, জেলার ৮ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক-ম্যানেজিং কমির্টি সভাপতি-সেক্রেটারী ও ইউইও, এইউইও, ইউআরসি, ইন্সট্রাক্টর, মিডিয়া ব্যক্তিত, এসএমসির সভাপতিগণ। কর্মশালায় শিক্ষা বিভাগের স্থানীয় কর্মকর্তা, শিক্ষক, গভনিং বডির সদস্য, অভিভাবক-শিক্ষার্থীদের মাঝে সমন্বয় ও সেতু বন্ধন তৈরীর মাধ্যমে শিক্ষা ক্ষেত্রে এ পর্যন্ত নেয়া বর্তমান সরকারের মহতি উদ্যোগ বাস্তবায়নকল্পে প্রতিটি প্রাইমারী বিদ্যালয়ে শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিতকরন, শ্রেনী কক্ষে আন্তরিক পাঠদান সহ একজন তথ্য প্রযুক্তি মনোভাবাপন্ন সম্পন্ন গড়ে তোলার জন্য নিজেদেরকে আরও দায়িত্ববান হতে সংশ্লিস্ট সকল সরকারী কর্মকর্তা-শিক্ষকদের প্রতি আহবান জানানো হয়।


     এই বিভাগের আরো খবর