,

নবীগঞ্জে সরকারী রাস্তার পাশের গাছ কেটে সাবাড়ের অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ সরকারী ভুমির রাস্তা নিয়ে আদালতে মামলা থাকার পর ক্ষমতার বাহাদুরি দেখাতে প্রকাশ্যে গাছ কেটে সাবাড় করেছে একদলভুক্ত লোক। গাছ কাটা বন্ধ করতে নবীগঞ্জ থানায় অভিযোগ দেয়ার পর পুলিশ গিয়ে তাহা বন্ধ করেছে। ঘটনাটি ঘটেছে ওই উপজেলার নবীগঞ্জ সদর ইউনিয়নের মুরাদপুর গ্রামে। সুত্রে প্রকাশ ওই গ্রামের মৃত হিরণ আলীর পুত্র জালাল মিয়ার সাথে একই গ্রামের ছাবু লন্ডনীর পুত্র ফারুক মিয়ার বাড়ি-ঘর ও সরকারী রাস্তা নিয়ে দীর্ঘদিন যাবত আদালতে মামলা চলে আসছে। ইতোমধ্যে একটি মামলার রায় হয়েছে। কিন্তু কোন ভাবেই মেনে নেননি  অপর পক্ষ জালাল মিয়া। তারা ফন্দি খুঁজতে থাকেন কিভাবে জোরপুর্বক রাস্তা দখল ও তার পাশে রোপনকৃত বিভিন্ন প্রজাতির গাছ কেটে সাবাড় করতে পারেন। অবশেষে গতকাল রবিবার সকালে জালাল মিয়ার লোকজন রাস্তার পাশের গাছ কেটে সাবাড় করতে থাকেন। কিন্তু কোন মুহুর্তেই মেনে নিতে পারেননি ফারুক মিয়া। গাছ কাটা প্রতিরোধ করতে ফারুক মিয়ার কেয়ারটেকার গোনাপাড়া গ্রামের মৃত ছালিক মিয়ার পুত্র লিলু মিয়ার মারফতে নবীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। এরই প্রেক্ষিতে দুপুরে  থানার এস.আই খবির উদ্দিন একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে গাছ কাটা বন্ধ করেন এবং প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে থানার আসতে বলেন। অভিযোগকারী লিলু মিয়া জানান, পুলিশ যাবার পরই আরো গাছ কাটা হয়েছে। এমনকি কর্তনকৃত গাছগুলো সড়ানোর চেষ্টা করছে জালাল মিয়ার লোকজন। এ ব্যাপারে জানতে চাইলে নবীগঞ্জ থানার এসআই খবির উদ্দিন বলেন, অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে বলেছেন থানার তাদের বৈধ কাগজ নিয়ে আসার জন্য।


     এই বিভাগের আরো খবর