,

লাখাইয়ে একাদশ শ্রেণিতে অতিরিক্ত ভর্তি ফ্রি আদায়ের অভিযোগ

লাখাই প্রতিনিধি ॥ একাদ্বশ শ্রেণিতে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের কাছ থেকে লাখাই উপজেলার বিভিন্ন কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে অতিরিক্ত ফ্রি আদায়ের অভিযোগ উঠেছে। সুত্রে জানা যায়, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ অনিয়ম ও মনগড়াভাবে কলেজ পরিচালনা করে আসছেন। শিক্ষা মন্ত্রনালয়ের নীতি মালা অমান্য করে একাদ্বশ শ্রেণিতে ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফ্রি আদায় করা হয়েছে বলে অভিযোগ শিক্ষার্থীদের। এছাড়াও ভর্তি ইচ্ছুুক ছাত্র/ছাত্রীদের কাছ থেকে ভর্তি ফ্রি বাবদ ২ হাজার ২শত টাকা এবং যারা কলেজের মাধ্যমে অনলাইনে আবেদন করেছেন তাদের কাছ থেকে ২ হাজার ৪শত টাকা করে আদায় করার জন্য নোটিশ বোর্ডে বিজ্ঞপ্তি চাপিয়ে দিয়েছেন বিভিন্ন কলেজ কর্তৃপক্ষ। অতিরিক্ত ফ্রি আদায়ের ফলে ছাত্র-ছাত্রীরা পরেছে বিপাকে। আর এই অতিরিক্ত অর্থ যোগান দিতে গিয়ে অনেক অভিভাবকের দ্বার ধেনা করতে হয়েছে। আবার অনেকে ভর্তি টাকা যোগান দিতে না পেরে শিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত হচ্ছেন।


     এই বিভাগের আরো খবর