,

দেশ থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে বাংলাদেশ এখন রোল মডেল

নবীগঞ্জে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী প্রশিক্ষণে এড. আলমগীর চৌধুরী

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী বলেন, ‘বর্তমান সরকার জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে চায়। দেশ থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে দৃঢ়প্রতিজ্ঞ সরকার দেশের মানুষের জানমালের নিরাপত্তা বিধান ও আইনশৃংখলা রক্ষায় কাজ করে চলেছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর হস্তক্ষেপে বাংলাদেশ থেকে জঙ্গি দমনে ‘জিরো টলারেন্স’ নীতির ভিত্তিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে জঙ্গি দমনে সারা বিশ্বে বাংলাদেশ আজ রোল মডেল’। তিনি আরো বলেন, ‘সরকারের বিভিন্ন উন্নয়নমুখী কর্মকান্ডে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তীর্ণ হয়েছে। এ সাফল্য ধরে রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে আগামীদিনে সরকারকে সহযোগীতার হাত বাড়িয়ে দেয়ার জন্য আহবান জানান।’ গতকাল সোমবার সকালে নবীগঞ্জ উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশিক্ষিত যুব ও যুব নারীদের মাঝে প্রচারনাসহ সচেতনতামূলক সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেছেন। উপজেলা পরিষদের হল রুমে প্রশিক্ষণে উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ বিন হাসানের সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুল ইসলামের পরিচলনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, পৌরসভার প্যানেল মেয়র-১ এটিএম সালাম, ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার মোঃ সুলাইমান। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওঃ আব্দুল করিম। এরপরই মাদক বিরোধী ও পাচার রোধে বিশেষ এক সভায়ও প্রধান অতিথির বক্তব্য রাখেন এডভোকেট আলমগীর চৌধুরী।


     এই বিভাগের আরো খবর