,

নবীগঞ্জ-বাহুবলে চা শ্রমিকদের ৫টি মন্দিরে ৯ লাখ টাকার বরাদ্দ এনেছেন এমপি কেয়া চৌধুরী

স্টাফ রিপোর্টার ॥ জননেত্রী প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার উপহার হিসেবে নবীগঞ্জ-বাহুবলের চা-শ্রমিকদের ৫টি মন্দিরের উন্নয়নে ৯ লাখ ২৫ হাজার ৫৮১ টাকার বিশেষ বরাদ্দ নিয়ে এসেছেন এমপি কেয়া চৌধুরী। এর মধ্যে নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের ইমাম-বাওয়ানী চা-বাগানে মন্দির নির্মাণের জন্য ৫ লাখ টাকা, বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের সাঁওতাল টিলায় নতুন মন্দির নির্মাণের জন্য ২ লাখ ৫৮১ টাকা, রশিদপুর উড়িয়া টিলা দূর্গা মন্দির সংস্কারে ৭৫ হাজার টাকা, রশিদপুর দক্ষিণ টিলা মন্দির সংস্কারে ৭৫ হাজার টাকা ও ফয়জাবাদ শিব মন্দির সংস্কারে ৭৫ হাজার টাকা বরাদ্দ রয়েছে। এ বরাদ্দের তালিকা দুই উপজেলা নির্বাহী অফিসারের কাছে পাঠানো হয়েছে।  নির্বাচিত চা-শ্রমিক পঞ্চায়েত কমিটির ও স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে যোগাযোগ করার জন্য আহবান জানিয়েছেন এমপি কেয়া চৌধুরী। এ প্রসঙ্গে এমপি কেয়া চৌধুরী বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের কাছে দাবী করেছিলাম। নেত্রী আমার দাবী পূরণ করে বরাদ্দ দিয়েছেন। এ বরাদ্দমতে চা শ্রমিকদের মন্দিরের নির্মাণ ও উন্নয়ন কাজ হবে। তিনি বলেন, এমপি নির্বাচিত হওয়ার পর থেকে নবীগঞ্জ-বাহুবল উপজেলার স্থানে স্থানে তৃণমূলের উন্নয়নে বরাদ্দ প্রদান করেছি। যা সবাই অবলোকন করছেন। উন্নয়ন কাজ অব্যাহত রাখতে আগামী সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিতে তিনি সবার প্রতি জোরালো আহবান জানিয়েছেন। এ দিকে বরাদ্দের কথা শুনে চা শ্রমিকরা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। শ্রমিকরা বলেন, এমপি কেয়া চৌধুরী নিঃস্বার্থভাবে উন্নয়ন কাজ করছেন। এ আসনে কেয়া চৌধুরীকে নৌকার প্রার্থী দেখতে চান শ্রমিকরা।


     এই বিভাগের আরো খবর