,

খেলাধুলায় শিক্ষার্থীদের সুস্থ্য চর্চা গড়ে উঠে -এড. আলমগীর চৌধুরী

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী  বলেন- খেলাধুলা শারিরিক গঠনের পাশাপাশি মানসিক বিকাশের সহায়ক। শিক্ষার্থীদের মাঝে নেতৃত্বগুন গড়ে উঠে খেলাধুলার মাধ্যমে। গতকাল বুধবার বিকালে নবীগঞ্জ উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত আন্তঃ উপজেলা বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাইমারী স্কুল ফুটবল টুর্ণামেন্টের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেছেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদ-বিন-হাসান। বড় শাখোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুবেল মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার পাঞ্চানন কুমার সাহা। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, প্যানেল মেয়র-১ এটিএম সালাম, সহকারী শিক্ষা অফিসার অজয় কুমার দাশ, সায়মা সুলতানা, শিক্ষক সমিতির সভাপতি শামীম আহমদ চৌধুরী, সহ-সভাপতি শাহিনুর আক্তার চৌধুরী, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, নবীগঞ্জ জে.কে মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক আলী আমজাদ মিলন, রাহেলা খানম, শিরিন ফাতেমা, রুবেনা বেগম, অশেষ কুমার দাশ, লিটন কুমার দাশ, পলাশ রতন দাশ, মোঃ আব্দুল মজিদ, অপু চৌধুরী প্রমুখ। খেলায় ৩-০ গোলে চ্যাম্পিয়ান হয়েছেন উপজেলার করগাওঁ ইউনিয়নের বৈলাকীপুর প্রাইমারী স্কুল। রার্নাসআপ হয়েছেন কালিয়ারভাঙ্গা ইউনিয়নের উমরপুর-২ প্রাইমারী স্কুল। বঙ্গমাতা টুর্ণামেন্টে চ্যাম্পিয়ান হয়েছে খড়িয়া প্রাইমারী স্কুল। রার্নানআপ হয়েছে বৈলাকীপুর প্রাইমারী স্কুল। দুই দিন ব্যাপি টুর্নামেন্টে  খেলা পরিচালনা করেন সাবেক কাউন্সিলর ও কৃতি ফুটবলার মিজানুর রহমান ও আব্দুল আলীম।


     এই বিভাগের আরো খবর