,

চুনারুঘাটের তাউশী আকবর খানের মাজার শরীফ প্রভাবশালীদের দখলে নেয়ার পাঁয়তারা

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার ঐতিহ্যবাহী তাউশী খাঁ বাড়ীর আধ্যাত্বিক সাধক হযরত শাহ মোঃ আকবর খান (রহঃ) এর মাজার শরীফ তাউশী কবর স্থানে অবস্থিত। প্রায় ৫০ বছর পূর্বে তিনি ইন্তেকাল করেন। ওই কবরস্থানে আকবর খানের মাজার শরীফ তার ওয়ারিশান মাওলানা শাহ্ মোঃ ছোলাইমান খান রাব্বানী ও খাদিমের মাধ্যমে ওরস মাহফিল সহ বিভিন্ন অনুষ্ঠান পরিচালিত হয়ে আসছে। ইতোপূর্বে খাদেম শফিক মিয়া, তার ছেলে কাঞ্চন, সাগর ও উজ্জল সহ তার লোকজন ওয়ারিশানগণকে অবজ্ঞা করে মাজার শরীফের পুরাতন প্রাচীর ভেঙ্গে আধিপত্য ও দখলে নিতে ওই কুচক্রী মহলটি মরিয়া হয়ে উঠেছে। এ ব্যাপারে শাহ আকবর খান (রহঃ) ওয়ারিশ (ভাতিজার ঘরের নাতি) ছোলাইমান খান রাব্বানী ও সাংবাদিক এস. এম. সুলতান খান, আশিক খাঁন ও নাঈম খাঁনসহ ওয়ারিশানগণ তাদের পূর্ব পুরুষের ঐতিহ্য এবং দাদা ফকিরের আধ্যাত্বিকতাকে অক্ষুন্ন রাখতে স্থানীয় পুলিশ প্রশাসন, চেয়ারম্যান আলহাজ্ব রজব আলী ও স্থানীয় মেম্বার লিল মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করেছেন। এ নিয়ে দখলদার ও শাহ আকবর খানের ওয়ারিশানগণের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মুরুব্বীয়ানগণ উক্ত বিষয়ে সুষ্ঠু সমাধানের জন্য স্থানীয় প্রশাসনের প্রতি জোর দাবী জানান।


     এই বিভাগের আরো খবর