,

নবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিক সম্মেলন

মোঃ আলী আরজদ ॥ ‘স্বয়ংসম্পূর্ণ মাছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে নবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে। ১৮ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত চলবে। এ উপলক্ষে গতকাল বুধবার সকালে নবীগঞ্জ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তার
কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সাংবাদিক সম্মেলনে মৎস্য কর্মকর্তা মোঃ রাশেদুজ্জামান লিখিত বক্তব্যে জানান, নবীগঞ্জ উপজেলায় মৎস্য উৎপাদনের সংখ্যা ৭ হাজার ৭ শত ৫৩ মেঃ টন, মোট চাহিদা ৪ হাজার ৭ শত ৮২ মেঃ টন। উদ্বৃত্ত ২ হাজার ৯ শত ৭১ মেঃ টন,  মৎস্য কর্মকর্তা আরো জানান, নবীগঞ্জে পুকুরের সংখ্যা ৬ হাজার ২ শত ৩৯টি, আয়তন ৮ শত ৮৭ হেঃ, উৎপাদন ২ হাজার ৩ শত ৫৪ মেঃ টন, বিলের সংখ্যা ১শ ৬২ টি, আয়তন ৭ শত ১৯ হেঃ, উৎপাদন ৪ শত ৭৩ মেঃ টন। নদ নদীর সংখ্যা ২৭ টি, আয়তন ৫ শত ২৫ হেঃ, উৎপাদন ১ শত ৮ মেঃ টন, ধান ক্ষেতে মাছ চাষ ৩ শত ১৪, আয়তন ৪০ হেঃ উৎপাদন ৫২ মেঃ টন। অন্যান্য (প্লাবনভূমি ও হাওর) আয়তন ১০ হাজার ৫ শত ১৩ হেঃ উৎপাদন ৪ হাজার ৭ শত ৬৬ মেঃ।


     এই বিভাগের আরো খবর