,

তীব্র গরমে নাভিশ্বাস, দুই একদিনের মধ্যে বৃষ্টির সম্ভাবনা

সময় ডেস্ক ॥ আবহাওয়া অধিদফতর ভবনতীব্র গরম আর তাপদাহে নাজেহাল দেশের মানুষ। আজ শ্রাবণ মাসের ছয় তারিখ। ভরা বর্ষা মৌসুম অথচ বৃষ্টির দেখা নেই। বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কুড়িগ্রামের রাজারহাটে, ৩৯ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, গত এক সপ্তাহের মধ্যে যা সর্বোচ্চ। এর আগে গত জুন মাসে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছিল। তবে আবহাওয়াবিদরা বলছেন, দু’ একদিনের মধ্যেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে তাপদাহ কিছুটা কমে আসবে। আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে তাপদাহ রয়েছে। আশা করা যাচ্ছে, দু’ একদিনের মধ্যেই এ অবস্থার পরিবর্তন ঘটবে। তিনি বলেন, শুক্রবারের মধ্যে ঢাকায় না হলেও দেশের অন্যান্য স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’ এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। আজ বিভাগীয় শহরগুলোর মধ্যে সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ দশমিক ৩, খুলনায় ৩৬ দশমিক ৫, রাজশাহীতে ৩৬ দশমিক ৮, রংপুরে ৩৭ দশমিক ২, ময়মনসিংহে ৩৭ দশমিক ৮, বরিশালে ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এদিকে দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়, জুলাই মাসে বাংলাদেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সাগরে এক থেকে দুইটি মৌসুমি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে অন্তত একটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। চলতি মাসের দ্বিতীয়ার্ধে উজানে মৌসুমি ভারী বর্ষণের কারণে বাংলাদেশের উত্তরাঞ্চল, মধ্যাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলে স্বল্প থেকে মাঝারি বন্যা পরিস্থিতি সৃষ্টির আশংকা করছে আবহাওয়া অধিদফতর।


     এই বিভাগের আরো খবর