,

লেনোভোর ল্যাপটপে গোপন সফটওয়্যার

সময় ডেস্ক: যবহারকারীদের ওপর নজরদারি করতে লেনোভোর পিসিতে গোপন সফটওয়্যারের অস্তিত্ব খুঁজে পেয়েছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। পিসিতে ‘সুপারফিশ’ নামের এই গোপন নজরদারির সফটওয়্যারটির অস্তিত্বের কথা স্বীকার করে ব্যবহারকারীদের কাছে ক্ষমা চেয়েছে লেনোভো কর্তৃপক্ষ। বিবিসির এক খবরে এ তথ্য জানানো হয়েছে। চীনের কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান লেনোভোর গোপন সফটওয়্যারের কথা জানাজানি হওয়ায় প্রযুক্তি বিশ্বে সমালোচনার ঝড় উঠেছে। এই সফটওয়্যারটি সরিয়ে ফেলার জন্য লেনোভো কর্তৃপক্ষের ওপর চাপ তৈরি হয়েছে। একজন নিরাপত্তা বিশেষজ্ঞ মন্তব্য করেছেন, ‘কম্পিউটার ব্যবহারকারীদের বিশ্বাস ভঙ্গ করেছে লেনোভো।’ নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, সুপারফিশ হচ্ছে এক ধরনের অ্যাডওয়্যার, যা ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য চুরি করতে পারে। এই গোপন সফটওয়্যারটি কম্পিউটারে ক্ষতিকর ম্যালওয়্যারের মতো ব্রাউজারে পপ আপ বিজ্ঞাপন দেখাতে পারে এবং অগোচরে বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারে। লেনোভোর ওয়েবসাইটে থাকা প্রতিষ্ঠানটির এক বিবৃতিতে বলা হয়, ‘এ বছরের জানুয়ারি থেকে সুপারফিশ অ্যাডওয়্যারটি প্রিলোড কনজুমার সিস্টেম থেকে সরিয়ে ফেলা হয়েছে। এ ছাড়াও বর্তমানে যেসব লেনোভোর পিসিতে এই অ্যাডওয়্যারটি রয়েছে, তা সক্রিয় হওয়া ঠেকাতে ব্যবস্থা নেওয়া হয়েছে।’ নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, যেকোনো ব্রাউজারে যতই নিরাপত্তা সার্টিফিকেট ইনস্টল করা থাকুক, এই সুপারফিশ সফটওয়্যারটি এনক্রিপ ওয়েব সেশন দখল করে নিতে পারে। গুগলের ক্রোম ব্রাউজারের মতো উন্নত ব্রাউজারে সার্টিফিকেট পিন থাকলেও ব্যবহারকারীরা কোনো সতর্কসংকেত পান না। লেনোভো দাবি করেছে, তাদের এই অ্যাডওয়্যার নিরীহ এবং ব্যবহারকারীর কোনো ক্ষতি করেনি। কোনো অর্থ উপার্জন করার উদ্দেশ্যেও এই অ্যাডওয়্যার যুক্ত করা হয়নি।ওই বিবৃতিতে লেনোভো কর্তৃপক্ষ জানিয়েছে, ২০১৪ সালের অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত যেসব পিসি বাজারে এসেছে তাতে এই অ্যাডওয?্যারটি রয়েছে। এ বছরের জানুয়ারি থেকে এই সফটওয়্যারটি প্রিলোড দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি একটি প্রতিষ্ঠানের (থার্ড পার্টি অ্যাপ্লিকেশন) সফটওয়্যার ব্যবহারকারীদের উন্নত শপিং অভিজ্ঞতা দিতে লেনোভোর কিছু পণ্যে এটি যুক্ত করা হয?েছিল। এটি আমাদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। এমনকি এ সফটওয়্যারের জন্য আমাদের অভিযোগ শুনতে হয়েছে। সমালোচনা শুরু হতে না হতেই আমরা দ্রুত এর বিরুদ্ধে অবস্থান নিয়েছি। আমরা এর জন্য ক্ষমা চাইছি এবং ভুল থেকে শিক্ষা গ্রহণ করার প্রতিশ্রুতি দিচ্ছি। আমরা এখন সুপারফিশের সঙ্গে যৌথভাবে এই সফটওয়্যারটি সরিয়ে ফেলতে কাজ করছি। আপনার কম্পিউটারে এই সফটওয়্যারটি আছে কি না, কীভাব জানবেন? লেনোভো কর্তৃপক্ষ কোন কোন পণ্যে সুপারফিশ লুকিয়ে আছে, তা শনাক্ত করার ও তা দূর করার দুটি লিংক দিয়েছে যেখান থেকে ব্যবহারকারীরা তাঁদের পিসি পরীক্ষা করে দেখতে পারেন।


     এই বিভাগের আরো খবর