,

মাধবপুরে নৌকা ডুবি স্কুল ছাত্রীর সন্ধান মেলেনি

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার খরস্রোতা সোনাই নদীতে নৌকা ডুবির ঘটনায় স্কুল ছাত্রী তলিয়ে যাওয়ার ৩০ ঘন্টা পেড়িয়ে গেলেও এখনো তার কোন সন্ধান মেলেনি। গ্রামবাসী নদীর বিভিন্ন স্থানে তল্লাশী অব্যাহত রেখেছে। গত সোমবার সকালে সকাল ৮টায় মাধবপুর উপজেলার কুটানিয়া দিঘীরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ম শ্রেণীর ছাত্রী সহ ১০/১২ জন শিশু নৌকা যোগে সোনাই নদী পারাপারের সময় খরস্রোতা নদীতে নৌকা ডুবে যায়। এ সময় অন্যরা তীরে উঠতে সক্ষম হলেও ঝুমা নদীতে তলিয়ে যায়। ঝুমা উপজেলার তেলিয়াপাড়া গ্রামের বাদশা মিয়ার মেয়ে। স্ত্রী শামসুন নাহারের সাথে বাদশা মিয়ার ২ বছর আগে বিবাহ বিচ্ছেদ হলে শামসুননাহার প্রবাসে চলে যায়। এরপর কুটানিয়া দিঘীরপার নানা আবুল খায়েরের বাড়িতে থেকে লেখাপড়া করত। ওইদিন সকালে ১০/১২ জন শিশুর সঙ্গে মক্তব পড়ে বাড়ি ফেরার পথে নৌকা ডুবিতে ঝুমা নিখোঁজ হয়। ইউপি সদস্য ধনু মিয়া জানান, ঝুমার সন্ধানে গ্রামবাসীর উদ্যোগে নদীর বিভিন্ন স্থানে তল্লাশী চলছে। এ রিপোর্টা লেখা পর্যন্ত সরকারি ভাবে এখনো কোন ডুবুরী দল আসেনি।


     এই বিভাগের আরো খবর