,

পাকিস্তানে জাতীয় নির্বাচনে এগিয়ে ইমরান খানের দল

সময় ডেস্ক ॥ পাকিস্তানে জাতীয় নির্বাচনের ফল আসা শুরু হয়েছে। প্রাথমিকভাবে পাওয়া রিপোর্টে দেখা যাচ্ছে জাতীয় পরিষদ বা পার্লামেন্টের ৯৭টি আসনে বিজয়ী হয়ে এগিয়ে রয়েছে সাবেক ক্রিকেটার ইমরান খানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই)। ৬২ আসনে বিজয়ী হয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএলএন)। ২৮ আসনে জিতে তৃতীয় অবস্থানে রয়েছে বিলাওয়াল ভুট্টো জারদারির পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। ইমরান খানের দল এগিয়ে থাকায় এরই মধ্যে পিটিআই নেতাকর্মীরা সেলিব্রেট করা শুরু করেছেন জয়কে। এ খবর দিয়েছে অনলাইন জিও টিভি। এতে বলা হয়, গতকাল বুধবার সন্ধ্যায় ভোট গ্রহণ শেষ হওয়ার পর পরই ফল আসা শুরু হয়েছে। এতে বড় রাজনৈতিক দলগুলোর প্রার্থীদের মধ্যে কঠিন প্রতিদ্বন্দ্বিতা দেখা যাচ্ছে। হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে তাদের মধ্যে। প্রাপ্ত বেসরকারি ফল অনুযায়ী জাতীয় পরিষদে ২৩টি আসন পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। মুত্তাহিদা মজলিশে আমল ৭টি ও গ্রান্ড ডেমোক্রেটিক এলায়েন্স পেয়েছে ৭ টি আসন। জাতীয় পরিষদের ৩৫ নম্বর আসন বানু। সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন পিটিআই প্রধান ইমরান খান। বেসরকারি হিসাব অনুযায়ী সেখানে ভোট কেন্দ্র ৪৩৩টি। এর মধ্যে ২০টি কেন্দ্রের ফল পাওয়া গেছে। তাতে মুত্তাহিদা মজলিশে আমলের প্রার্থী আকরাম খান দুরানি ৩৮৩৬ ভোট পেয়ে এগিয়ে আছেন। ৩২৮৫ ভোট পেয়ে পিছিয়ে পড়েছেন ইমরান খান। জাতীয় পরিষদের ৯৫ নম্বর আসন হলো মিয়ানওয়ালি। এখানে মোট ভোটকেন্দ্র ৩৭০টি। এর মধ্যে ফল পাওয়া গেছে ৫৬টির। সেখানে ২৯২২৮ ভোট পেয়ে এগিয়ে আছেন ইমরান খান। ৬০০৮ ভোট পেয়ে তার চেয়ে অনেক নিচে পড়ে আছেন পিএমএলএনের ওবাইদুল্লাহ। জাতীয় পরিষদের ১২৪ নম্বর আসন লাহোরে। সেখানে মোট ভোটকেন্দ্র ৪১৫টি। সেখানে পিএমএলএনের সভাপতি শাহবাজ শরীফের ছেলে হামলা শাহবাজ শরীফ ১৩৬৯২ ভোট পেয়ে এগিয়ে আছেন। দ্বিতীয় অবস্থানে রয়েছেন পিটিআইয়ের নুমান কাইসার। তিনি পেয়েছেন ৭৫১৯ ভোট। লাহোরে অবস্থিত জাতীয় পরিষদের আরেকটি আসন ১৩১। এখানে মোট ভোটকেন্দ্র ২৪২টি। সেখানে ফল পাওয়া গেছে ২টি কেন্দ্রের। সেখানে ৭২৬ ভোট পেয়ে এগিয়ে আছেন পিটিআইয়ের ইমরান খান। সোয়াতে জাতীয় পরিষদের ৩ নম্বর আসন। এখানে ২৬৯টি ভোটকেন্দ্রের মধ্যে ১১টির ফল পাওয়া গেছে। এখানে ৩৩২৬ ভোট পেয়ে প্রথম অবস্থানে আছেন পিটিআইয়ের সালিম রেহমান। দ্বিতীয় অবস্থানে আছেন এএনরি আবদুল করিম খান। তবে পিএমএলএনের সভাপতি শাহবাজ শরীফ তাদের থেকে অনেক অনেক পিছিয়ে আছেন।


     এই বিভাগের আরো খবর