,

শায়েস্তাগঞ্জে পুরাতন কূপে নতুন গ্যাসের সন্ধান

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জের শাহজিবাজার গ্যাস ক্ষেত্রের পরিত্যক্ত হয়ে যাওয়া ১নং কূপে নতুন করে গ্যাসের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। ২ মাস যাবত ওয়ার্ক ওভার কাজ শেষে গত মঙ্গলবার এই মজুদের সন্ধান পায় তারা। বাপেক্সের এমডি রুহুল ইসলাম চৌধুরী জানান, ১৯৬৩ সালে শাহজিবাজার গ্যাস ক্ষেত্রের ১নং কূপ থেকে গ্যাস সরবরাহ শুরু হয়েছিল। ২০১২ সালে এই কূপ থেকে গ্যাসের পরিবর্তে পানি এলে এটি বন্ধ করে দেয়া হয়। পরবর্তীতে নতুন গ্যাসের মজুদ অনুসন্ধান করতে বাপেক্স শাহজিবাজার এবং সিলেটের কৈলাসটিলা গ্যাস ক্ষেত্রের পরিত্যক্ত কূপে ওয়ার্ক ওভার কাজ শুরুর উদ্যোগ নেয়। গত ২ মাস পূর্বে হবিগঞ্জের শাহজিবাজার গ্যাস ক্ষেত্রের পরিত্যক্ত ১নং কূপে কাজ শুরু হলে গত মঙ্গলবার দুপুরে বাপেক্স নিশ্চিত হয়- এই কূপে ২৭৫ বিলিয়ন বিসিএফ গ্যাসের মজুদ রয়েছে। এখান থেকে প্রতিদিন ২৫ মিলিয়ন সিএফটি গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে। তিনি আরো জানান, এখনই এই গ্যাসকূপ থেকে গ্যাস উত্তোলন করা সম্ভব নহে। তবে পূর্বের সঞ্চালন লাইনটি যথাযথ রয়েছে কিনা, তা পরীক্ষা করার পর এই কূপ থেকে গ্যাস উত্তোলন শুরু করা হবে।


     এই বিভাগের আরো খবর