,

নবীগঞ্জের প্রবীণ মুরুব্বি শামসুদ্দিন চৌধুরী আর নেই ॥ দাফন সম্পন্ন

আলী হাছান লিটন ॥ নবীগঞ্জ উপজেলার খনকারী পাড়া গ্রামের প্রবীণ মুরুব্বি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক রায়হান চৌধুরীর পিতা মোঃ শামসুদ্দিন চৌধুরী (১০৫) আর নেই। (ইন্না ………… রাজিউন)। গত শুক্রবার রাত ১.৪৫ মিনিটের সময় নবীগঞ্জ পৌর এলাকার তিনতালাব সংলগ্ন নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ পুত্র সন্তান ও ২ কন্যা সন্তান রেখে যান। গতকাল শনিবার ২.১৫ মিনিটের সময় ছালামতপুর বাসস্ট্যান্ড সংলগ্ন মাঠে মরহুমের প্রথম নামাজের জানাযা অনুষ্ঠিত হয়েছে। জানাযার নামাজের পুর্বে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বক্তব্য রাখেন মরহুমের পুত্র উপজেলা ছাত্রদলেরর যুগ্ম আহ্বায়ক রায়েছ চৌধুরী ও মরহুমের কনিষ্ট সন্তান হযরত শাহ্ চেরাগ কুতুব উদ্দিন (র.) উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি শাহনুর হোসেন চৌধুরী সোহান। এতে অংশগ্রহন করেন নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চৌধুরী সেফু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শিহাব আহমদ চৌধুরী, কেন্দ্রীয় যুবলীগের সদস্য মুকিত চৌধুরী, হবিগঞ্জ জেলা যুবদলের সাবেক সদস্য ও উপজেলা যুবদল নেতা জাহাঙ্গীর চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল সরদার, সামাজিক সংগঠন অগ্রযাত্রা নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি এম. মুজিবুর রহমান, জনকল্যাণ মূলক সংগঠন (প্রত্যাশার) সভাপতি এইচ এম মাসুদ বিন নূর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহ্ রুহেলসহ জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক, সাংবাদিক, সামাজিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। খনকারী পাড়া গ্রামের বাড়িতে মরহুমের দ্বিতীয় নামাজের জানাযা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হবে।


     এই বিভাগের আরো খবর