,

আজ আউশকান্দি র.প উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির নির্বাচন

মতিউর রহমান মুন্না ॥ টানা কয়েকদিন নবীগঞ্জের আউশকান্দি এলাকার বাতাস গরম ছিলো নিবার্চনী হাওয়ায়। পরিবেশ ও হাওয়া ঠান্ডা রেখে আজ ৩১ জুলাই মঙ্গলবার অনুষ্ঠিত হবে নবীগঞ্জ উপজেলার ঐহিত্যবাহী আউশকান্দি র.প উচ্চ বিদ্যালয় ও কলেজের গভার্নিং বডির নির্বাচন। এ নির্বাচনকে ঘিরে  ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছিল। ইতিমধ্যে নির্বাচনী সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। বাকি রয়েছে শুধু ভোট দেয়ার পালা, আজই শেষ হবে সেই পালা। তবে সবার মনে একটাই প্রশ্ন- কে হাসবেন বিজয়ের হাসি, আর কে পরবেন বিজয়ের কাঁচা ফুলের মালা? তবে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ হবে বলে সবাই আশাবাদী। সকাল ৮টা থেকে শুরু  হয়ে ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনে দাতা সদস্য পদে ৩ জন প্রার্থী প্রতিদন্দ্বিতা  করছেন। তারা হলেন- হাজী আতাউর রহমান (মোমবাতি), হাজী সুহুল আমিন (আনারস), মুজিবুর রহমান (ছাতা)।  কলেজ শাখায় সদস্য পদে আব্দুল আহাদ (হরিণ), তোফাজ্জুল হক  (মোটরসাইকেল) ও গিয়াস উদ্দিন  (দেয়াল ঘড়ি) এবং স্কুল শাখায় সদস্য পদে সিনিয়র সাংবাদিক এম.এ আহমদ আজাদ (ফুটবল), মোঃ আব্দুস সালাম  (চেয়ার) ও মোতাচ্ছির হোসেন খাঁন (মোরগ)। মহিলা সদস্য পদে  শাবানা বেগম (কলম) ও শামীমা বেগম  (গোলাপফুল) মার্কা নিয়ে লড়ছেন। এদিকে গত কয়েকদিন ধরে  পোষ্টার আর লিফলেটে সাজ সাজ রব বিরাজ করছিল আউশকান্দি বাজার ও ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়কসহ বিভিন্ন অলিগলি। সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থী ও তাদের সমর্থকরা ভোটারদের সামনে গিয়ে হাজির হয়ে দোয়া ও ভোট চাচ্ছিলেন। তবে ভোটাররা মুখ খুলতে নারাজ। তাদের মতে যারা সব সময় সুখে দুখে পাশে থাকবে এবং যাকে যোগ্য মনে হবে ভোট দিয়ে থাকেই বিজয়ী করবেন তারা। নির্বাচনে মোট ৫১টি গ্রামের ৮৯৬জন ভোটার তাদের মূল্যবান ভোটধিকার প্রয়োগ করবেন।


     এই বিভাগের আরো খবর