,

বানিয়াচংয়ে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫

ফয়সল ইসলাম ॥ বানিয়াচং উপজেলার উত্তর সাঙ্গর গ্রামে গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষ চলে। সংঘর্ষ চলাকালে দোকানপাট ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। আহত সূত্রে জানা যায়, হবিগঞ্জ শহরের ভিশন ইলেক্ট্রনিক্সের স্বত্তাধীকারী ওই গ্রামের আব্দুল হাকিম ফুল মিয়া ও সেনা বাহীনির অবসরপ্রাপ্ত সদস্য আব্দাল রাজার মধ্যে গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধের জেরধরে গতকাল ওই সময় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে বানিয়াচং থানা ও সুজাতপুর ফাড়িঁর পুলিশ ঘটনাস্থলে পৌছে বেশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। টেটাবিদ্ধ অবস্থায় নাজমুল মিয়া (২০), তাহির মিয়া (২২), সাইদুর রহমান (২৫), আলী ইসলাম (৩৫), আজিজুল ইসলাম (৪০)কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। পরে আশংকা জনক অবস্থায় তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ ব্যাপারে সুজাতপুর ফাড়ির ইনচার্জ আল আমিন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। ফের সংঘর্ষ এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর