,

হবিগঞ্জে ৫০ কৃতি শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণর

 

ফিকুল হাসান চৌধুরী তুহিন ॥ লেখাপড়ায় শিক্ষার্থীদের আরও আন্তরিক হওয়া এবং কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনে উৎসাহ প্রদানের লক্ষ্য নিয়ে হবিগঞ্জের অন্তত অর্ধশতাধিক কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে হবিগঞ্জ শাহজালাল আইডিয়াল ওয়েল ফেয়ার এডুকেশন ট্রাষ্টের পক্ষ থেকে বৃহস্পতিবার বিকেলে বি.কে.জি.সি গভঃ গার্লস হাই স্কুল মিলনায়তনে আয়োজন করা হয় এক জাকজমকপূর্ণ অনুষ্ঠান। নাছির উদ্দিন খানের সঞ্চালনায় এবং সংশ্লিস্ট ট্রাস্টের চেয়ারম্যান আব্দুল মুহিত রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই উপকরন বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জ বৃন্দাবন সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের প্রিন্সিপাল মোঃ ইলিয়াছ হোসেন। এতে বিশেষ অতিথি ছিলেন, সংশ্লিস্ট স্কুলের প্রধান শিক্ষক শুধাংশু কর্মকার, দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস সম্পাদক ফজলুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন, নোমান আহমেদ, কাজী এম হাসান আলী, বদরুজ্জামান শানু ও আব্দুল ওয়াদুদ প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষার্থীদেরকে লেখাপড়ায় আরও যতœবান হওয়ার আহবান জানিয়ে আগামীতে এই ট্রস্ট্রের পক্ষ থেকে এমন শিক্ষা উপকরন বিতরণের প্রত্যয় ব্যক্ত করার পাশাপাশি সংশ্লিস্ট স্কুলের অন্তত ৫০ জন কৃতি শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরন তুলে দেয় সংশ্লিস্ট ট্রাস্ট।


     এই বিভাগের আরো খবর