,

উইন্ডোজ ফোনে বন্ধ খোঁজার অ্যাপ

সময় ডেস্ক ॥ উইন্ডোজ ফোনে বন্ধু খোঁজার সুবিধা দিতে একটি অ্যাপ তৈরি করছে মাইক্রোসফট। অ্যাপলের ফাইন্ড মাই ফ্রেন্ডসের সঙ্গে প্রতযোগিতা করতে মাইক্রোসফট পিপল সেন্স নামের অ্যাপটি উন্মুক্ত করবে। এই অ্যাপটির সঙ্গে বিং ম্যাপস, বার্তা আদান-প্রদান ও কল করার সুবিধা থাকবে। মাইক্রোসফট কর্তৃপক্ষ বর্তমানে ‘বাডি অ্যাওয়ার’ কোড নাম দিয়ে এই অ্যাপ তৈরির কাজ করছে। মাইক্রোসফটের ঘনিষ্ঠ একটি সূত্র প্রযুক্তিবিষয?ক ওয?েবসাইট দ্য ভার্জকে জানিয?েছে, উইন্ডোজ ফোনে পিপল সেন্স অ্যাপ দিয?ে বন্ধু তালিকায? থাকা কন্ট্যাক্টগুলোর রিয?েল টাইম লোকেশনের তথ্য জানা, বার্তা পাঠানো এমনকি কল করাও যাবে। তবে কবে নাগাদ এই অ্যাপটি মাইক্রোসফট উন্মুক্ত করবে—সে সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।


     এই বিভাগের আরো খবর