,

মৌসুমীর প্রত্যাশা

সময় ডেস্ক ॥ চলচ্চিত্রের প্রিয় দর্শিনীখ্যাত অভিনেত্রী মৌসুমী অভিনীত তিনটি ছবি বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে। এগুলো হচ্ছে হাবিবুল ইসলাম হাবিবের ‘রাত্রীর যাত্রী’, একে সোহেলের ‘পবিত্র ভালোবাসা’ এবং ‘নোলক’। এর মধ্যে আসছে ঈদে ‘রাত্রীর যাত্রী’ ছবিটি মুক্তির পাওয়ার কথা ছিল। তবে ছবির পরিচালক হাবিবুল ইসলাম হাবিব বলেন, ঈদের ছবি মুক্তি দেয়া নিয়ে কারো সঙ্গে বাগবিতন্ডায় যেতে চাই না। আমি চাই নতুন পরিচালক হিসেবে আমার ছবিটি মুক্তির সময় সকলে সহযোগিতা করুক। দরকার হলে আমি ঈদের পর ছবিটি মুক্তি দেব। এদিকে মৌসুমী বলেন, আমার প্রতিটি ছবির কাজ ভালো হয়েছে। এ ছবিগুলো যেকোনো সময়ই মুক্তি পেতে পারে। তবে ঈদে দর্শকদের চাহিদাটা বেশি থাকে। বিশেষ করে প্রিয় তারকার ছবি সিনেমা হলে গিয়ে দেখার আগ্রহ থাকে অনেকের। রোমান্টিক, অ্যাকশন বা গল্পধর্মী সব ধরনের ছবিই ঈদে সিনেমা হলে চলুক এটাই প্রত্যাশা আমার। এরইমধ্যে ‘রাত্রীর যাত্রী’ এবং ‘পবিত্র ভালোবাসা’ ছবি দুটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। আর সবশেষ কলকাতায় ‘নোলক’ ছবির কাজ শেষ করেছেন তিনি। এ ছবিতে তার বিপরীতে রয়েছেন ওমর সানী। এছাড়া এবারের ঈদে মৌসুমীকে একটি টেলিফিল্মে দর্শকরা দেখতে পাবেন। শ্রাবণ চক্রবর্তী দিপুর রচনায় ও নির্দেশনায় ‘কাঁদে মন কাঁদে ভালোবাসা’ টেলিফিল্মে তিনি অভিনয় করেছেন। আসছে ঈদে যেকোনো একটি বেসরকারি টিভি চ্যানেলে এটি প্রচার হবে।


     এই বিভাগের আরো খবর